Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

একটি রজনী যে রজনীর প্রভাতে ধরণীর রং পরিবর্তন হয়েছে, ঘুমন্ত নসিব জাগ্রত হয়েছে, ভাগ্য চমকে উঠেছে * আজ সাহায্যকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আগমনের রাত * আজ নিরহ মানবতার প্রতি দয়ালু নবীর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আগমনের রাত * আজ তার শুভাগমনের রাত যিনি মানবতাকে নফস শয়তানের কারাগার থেকে উদ্ধার করতে এসেছেন * আজ তার শুভাগমনের রাত যিনি দয়া করুণার দরিয়া প্রবাহিত করতে এসেছেন * আজ তার শুভাগমনের রাত যিনি ঘুমন্তদের জাগ্রত করে, কান্নারতদের হাসাতে এসেছেন * আজ তার শুভাগমনের রাত যিনি পড়ে যাওয়া লোকদের তুলতে, অন্তরকে জীবিত করতে এসেছেন * আজ তার শুভাগমনের রাত যিনি উভয় জগতের মালিক ও মুখতার, পাপিদের সুপারিশকারী, আল্লাহ পাকের হাবীব, মাহবুব, খলীল হয়ে আগমন করেছেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বয়ান শোনার নিয়্যত

          প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ  অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ে নিন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! * ইলম অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ানের মাঝখানে উদাসিনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করবো * যা শুনবো তা অন্যের নিকট পৌঁছিয়ে দেয়ার চেষ্টা করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে মকবুল কিতাব

          নবম শতাব্দীর একজন বুযুর্গ হযরত আল্লামা মুহাম্মদ বিন কাসিম রসসায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনি তাঁর সময়কার অনেক বড় আলিম আর কাযী (Judge) ছিলেন তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নাম সম্পর্কে একটি কিতাব লিখেন যেটার নাম: তাযকিরাতুল মুহিব্বিনঅনেক সুন্দর কিতাব এবং এই কিতাবটি আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে মকবুলও হয়েছে একজন বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার এই সুন্দর কিতাবটি পড়ছিলাম, পড়তে পড়তে আমার ঘুম চলে আসলো, বাহ্যিক চক্ষু বন্ধ হলো, অন্তরের চক্ষু খুলে গেলো, اَلْحَمْدُ لِلّٰه আমার স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত নসিব হলো, তিনি এক জায়গায় উপবিষ্ট ছিলেন, সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আশেপাশে উপবিষ্ট ছিলেন, اَلْحَمْدُ لِلّٰه আমি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কদম চুম্বন করার সৌভাগ্য অর্জন করলাম, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم