Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

আমার আক্বা প্রত্যেক দিক দিয়ে অতুলনীয়

          اَللهُ اَكْبَرُ! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান, আল্লাহ পাক তাঁকে অসংখ্য শান দান করেছেন এবং প্রতিটি শানের মধ্যে দৃষ্টান্তহীন করে রেখেছেন * আল্লাহ পাক তাঁকে বাশার বানিয়েছেন তো উপমাহীন করে বানিয়েছেন * আল্লাহ পাক তাঁকে নবী বানালেন তো নবীদের সুলতান বানিয়ে দিলেন * আল্লাহ পাক তাঁকে নূর বানিয়েছেন, তো নূরের সৃষ্টি আরো রয়েছে, ফেরেশতারা সকলেই নূরী মাখলুক কিন্তু মেরাজের ঘটনার দিকে একটু দৃষ্টি দিন, এক নূর হলেন  হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام, একটি নূর আমার ও আপনার নবী আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, সিদরাতুল মুনতাহায় পৌঁছে হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এখান থেকে এক কদম সামনে অগ্রসর হলে আমার পাখা জ্বলে যাবে, একটু মনযোগ দেয়ার স্থান, জিব্রাইল عَلَیْہِ السَّلَام ও নূর, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও নূর, একটি হলো ঐ নূর যেটা সামনে এক কদম অগ্রসর হলে জ্বলে যাবে, আরেকটি হলো ঐ নূর ‍মুবারক যেটা সামনে অগ্রসর হলে শরীর মুবারকে পরিহিত কাপড়েরও কিছু হয় নাপ্রতীয়মান হলো; আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নূর বানিয়েছেন তো সেই নূরও অতুলনীয় করে বানিয়েছেন * আর শান দেখুন! দুনিয়াতে প্রত্যেককে যেই প্রকৃতির উপর সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রকৃতির দিক দিয়েও সবার চেয়ে ভিন্ন দান করেছেন, সকলের প্রকৃতির মধ্যে শেখা রেখেছেন, প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকৃতির মধ্যে শানে উম্মীয়্যত রেখেছেন তিনি কারো কাছ থেকে শিখেন না, সবাইকে শিখিয়ে থাকেন।

 

পবিত্র নাম উম্মী ও ইলমে গাইবে মুস্তফা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা ও মাওলা, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মী। আল্লামা ফখরুদ্দীন হাররালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যায় আরও একটি মাদানী ফুল দিয়েছেন, তিনি বলেন: (উম্মী শব্দের অর্থ: পড়াবিহীন অর্থাৎ কোন সাধারণ লোকের জন্য যখন উম্মী শব্দটি বলা হবে তখন সেটার অর্থ হবে: অশিক্ষিত। কিন্তু) আমাদের আক্বা ও মাওলা, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হকে যখন এই শব্দটি বলা হবে তখন সেটার অর্থ (অশিক্ষিত হবে না বরং সেটার অর্থ) হবে: یُقْرِئُہُ اللہُ مَا کَتَبَہٗ بِیَدِہٖ  অর্থাৎ ঐসব বিষয় যা আল্লাহ পাক তাঁর আপন কুদরতি হাতে অনাদি কালে লিখেছিলেন, যাকে আল্লাহ পাক সেগুলো শিখিয়ে/ পড়িয়ে প্রেরণ করেছেন, তাকে উম্মী বলা হয়।

(ইবদাউল খফা ফি শরহে আসমাউল মুস্তফা, ইসমুহুল উম্মী, ২৪৯ পৃ:)  

 

প্রতিটি জিনিস আলোকিত হয়ে গেলো

          সাহাবীয়ে রাসূল হযরত মুআয বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার ফজরের সময় ছিলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বাভাবিক স্বভাবের পরিপন্থি কিছুটা দেরী করে তাশরিফ