Book Name:Pyary Aaqa K Pyary Naam
নামে পাক: আল্লাহ পাকের দিকে আহ্বানকারী
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় ও পবিত্র নাম হলো আল্লাহ পাকের দিকে আহ্বানকারী । অর্থাৎ রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বানকারী।
اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, গুনাহগারদের নেকীর দিকে আহ্বান করেছেন, পথহারা ব্যক্তিদেরকে হিদায়তের দিকে আহ্বান করেছেন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, আল বাবুছ ছালিছ, ১/৪৫৮) এবং সবাইকে দাওয়াত দিয়ে আল্লাহ পাকের দরবারে হাযির করে দিয়েছেন।
হায়! আমরাও যদি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় জীবনী আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নাম আল্লাহ পাকের দিকে আহ্বানকারী এর ফয়যান লাভ করে নেকীর দাওয়াতের সাড়া জাগাতাম।
اَلْحَمْدُ
لِلّٰه আপনার
দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াতের সাড়া জাগরণকারী, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم এর নাম আল্লাহ পাকের দিকে আহ্বানকারী এর ফয়যান লাভকারী এবং অপরের
নিকট এই ফয়যান পৌঁছানোকারী সংগঠন। اَلْحَمْدُ لِلّٰه * দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াত প্রচার
করে * গুনাহগারদের নেকীর
দাওয়াত দিয়ে সৎপথের পথিক বানিয়ে দেয় * দাওয়াতে ইসলামী শান্তির উপদেশ দিয়ে থাকে * দাওয়াতে ইসলামী সংশোধনের দিকে
আহ্বান করে * দাওয়াতে ইসলামী
আমাদেরকে ভালো মানুষ * ভালো ভাই * ভালো পিতা
* ভালো প্রতিবেশি * ভালো নাগরিক * ভালো মুসলমান * ভালো উম্মত হওয়ার প্রতি
উৎসাহিত করে।
আপনিও
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত অবলম্বন করুন! নেকীর দাওয়াতের
সাড়া জাগাতে দাওয়াতে ইসলামীর সঙ্গ দিন! স্বতঃস্ফূর্তভাবে দ্বীনি কাজে অংশগ্রহণ
করুন! * মসজিদে, ঘরে, রাস্তার
মোড়ে ও বাজারে দরস দিন! * ফজরের নামাযের জন্য
জাগিয়ে দিন! * ফজরের পর তাফসীর
শোনার ও শোনানোর হালকা লাগান! অথবা তাতে অংশগ্রহণ করতে থাকুন! * সাপ্তাহিক ইজতিমায় নিয়মিতভাবে
অংশগ্রহণ করুন * প্রতিদিন নেক আমল পুস্তিকার
পর্যবেক্ষণ করে নেক আমলের পুস্তিকার পূরণ করুন! * ইলমে দ্বীন বৃদ্ধি করার জন্য সপ্তাহিক রিসালা অধ্যয়ন
করুন!
* ইলমে দ্বীন শিখার
জন্য মাঝে মাঝে মাদানী কোর্সও করতে থাকুন!
اِنْ
شَآءَ اللهُ الْکَرِیْم জীবনে
বাহার (অর্থাৎ একটি আশ্চর্যকর পরিবর্তন) আসবে, অন্তরে ইশকে রাসূল বৃদ্ধি পাবে,
নেকীর স্পৃহা বাড়বে এবং আল্লাহ পাক চান তো নেক নামাযী হওয়ার ও প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালো ও সত্যিকার উম্মত হতে সফল হয়ে যাবেন اِنْ شَآءَ الله দ্বীন ও
দুনিয়াতে অসংখ্য কল্যাণও নসিব হবে।