Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

          এই আয়াতে করীমার ব্যাখ্যায় তাফসীরে নঈমীর মধ্যে রয়েছে: সমস্ত নবীগণ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিনিধি এবং অনন্তকাল থেকে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকলের মূল। সুফিয়ায়ে কেরামগণ বলেন: নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাসূলে হাকীকি, বাকি অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাঁর অনুসারী, এজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام কাছ থেকে তাঁর নবুয়তের স্বীকারোক্তি নেয়া হয়েছে, এটা থেকে বোঝা যায়; রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত নবীদের নবী। (তাফসীরে নঈমী, পারা: ৩, সূরা আলে ইমরান, আয়াতের পাদটীকা: ৮১, ৩/৫৯৬)

 

          اَلله! اَلله! এটাই হলো আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে রিসালাতে অদ্বিতীয়তা...!! নবী আরো অনেক রয়েছেন, রাসূলও আরো অনেক রয়েছেন কিন্তু আমাদের আক্বা ও মাওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই মহান নবী ও রাসূল যেসব নবীদের নবুয়ত এবং যেসব রাসূলদেরকে রিসালাত দান করা হয়েছে, সেই নবুয়ত ও রিসালাত ছিলো একদম সত্য ও আসলী কিন্তু রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় দান করা হয়েছে, এজন্য নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিশেষত্বের সাথে আর রাসূল বলা হয়ে থাকে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পবিত্র নাম: রউফ ও রহীম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! পারা: ১১, সূরা তাওবা, আয়াত: ১২৮ এর মধ্যে আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি নাম মুবারক উল্লেখ করেছেন, ইরশাদ হচ্ছে:

بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ

(পারা: ১১, সূরা তাওবা: ১২৮)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু।

 

          سُبْحَانَ الله! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান...!! রউফও আল্লাহ পাকের নাম, রহীমও আল্লাহ পাকের নাম এবং আল্লাহ তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান বৃদ্ধি করার জন্য এই দুইটি নাম নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন।

 

রউফ ও রহীমের অর্থ

          প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, মুফতি আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: রউফ এর অর্থ: কষ্ট ও বিপদ দূরকারী এবং রহীম এর অর্থ হলো: অনুগ্রহকারী এবং উপকারী জিনিস দানকারী।

(তাফসীরে নঈমী, পারা: ১১, সূরা তাওবা, আয়াতের পাদটীকা: ১২৮, ১১/১৫৩ পৃ: সামান্য পরিবর্তন)