Book Name:Pyary Aaqa K Pyary Naam
আমাকে সেই মুবারক মজলিসে বসালেন, আমার কাছ থেকে তিলাওয়াতও শুনলেন এবং এই কিতাব অর্থাৎ তাযকিরাতুল মুহিব্বিন’ যেটা আমার হাতে ছিলো, সেটারও কয়েকটা পৃষ্ঠা শুনলেন, অতঃপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উঠে তাশরিফ নিয়ে গেলেন, যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম তখন খুশিতে চোখ দিয়ে অশ্রু ঝরছিল। (তাযকিরাতুল মুহিব্বিন ফি আসমায়ি সায়্যিদিল মুরসালিন, ৪৩ পৃ:)
سُبْحَانَ الله! কেমন সৌভাগ্যজনক বিষয়! আল্লাহ পাক আমাদেরকেও স্বপ্নে দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নসিব করুক।
জাহান্নামের উপযুক্ত ব্যক্তি কিভাবে জান্নাতী হলো?
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে মাকবুল এই কিতাবের: ৫২ পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ বিন কাসিম রাসসায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিলো, অনেক গুনাহগার, নেকীর দিকে তো কোনদিন ধাবিতও হয়নি, ব্যস দিনরাত গুনাহের মধ্যেই কাটাতো, সারা জীবন এভাবেই গুনাহের মধ্যে কাটিয়ে দিলো, অবশেষে একদিন তার অন্তিম মূহুর্ত চলে আসলো, হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام তাশরিফ আনলেন, রুহ কবজ করলেন আর এই গুনাহগার বান্দা মৃত্যুর রাস্তা দিয়ে কবরের সিঁড়ি পারি দিল। ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে অনেক ভালো অবস্থায় দেখলো, অবাক হয়ে জিজ্ঞাসা করলো: এই সৌন্দর্যতা ও মাধুর্যতা, এতো সাজসজ্জা, এতো উচ্চ মর্যাদার অধিকারী তুমি কিভাবে হলে? তুমি তো অনেক গুনাহগার ছিলে? বললো: (জী! আসলেই আমি গুনাহগার ছিলাম কিন্তু) একদিন আমি তাওরাত শরীফ খুললাম, তাতে আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম দেখলাম, তাঁর অপরূপ গুণাবলী দেখলাম তখন অধীর ভালোবাসায় তাঁর নাম মুবারক চুম্বন করলাম আর মাথায় রাখলাম, ব্যস প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নামের প্রতি সেই সম্মান প্রদর্শনের বরকতে আল্লাহ পাক আমার উপর দয়া ও অনুগ্রহ করলেন এবং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন! (তাযকিরাতুল মুহিব্বিন ফি আসমায়ি সায়্যিদিল মুরসালিন, আল ফায়িদাতুছ ছালিছা, ৫২ পৃ:)
اَلْحَمْدُ لِلّٰه প্রিয় ইসলামী ভাইয়েরা! হে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নামের প্রতি ভালবাসা পোষণকারী আশিকানে রাসূল! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান...!! اَلْحَمْدُ لِلّٰه * আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিপদ আপদ দূরকারী * হাজত রাওয়া (অর্থাৎ প্রয়োজন পূরণকারী) ও * দাফিয়ে বালা (মুসিবত দূরকারী) ও, এগুলো তো নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান, اَلْحَمْدُ لِلّٰه আমার আল্লাহ তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকেও এই মহান মর্যাদা দান করেছেন যে * তাঁর নাম মুবারকের সদকায়ও প্রয়োজন পূরণ হয়ে থাকে * বিপদ দূরীভূত হয় * দুনিয়া তো দুনিয়াই, এখানকার বিপদের কি ক্ষমতা? আমাদের প্রিয় صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের এমন শান যে সেটার বরকতে দুনিয়াই নয় * কবরের বিপদও দূরীভূত হয় * হাশরের বিপদও দূরীভূত হয় *