Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

আনলেন, ফজরের নামায পড়ালেন, অতঃপর বললেন: আমি রাতে উঠলাম, নফল আদায় করলাম, নামাযের মাঝে আমার ঘুম এসে গেলো তো স্বপ্নের মধ্যে আমি আমার আল্লাহকে ‍খুবই সুন্দর রূপে দেখলাম, আমি দেখলাম যে, আল্লাহ পাক আপন (কুদরতী) হাত মুবারক (তাঁর শান অনুযায়ী) আমার উভয় কাঁধের মাঝখানে রাখলেন এমনকি আমি সেটার শীতলতা আমার বক্ষের মধ্যে অনূভব করলাম, ব্যস দয়ালু প্রতিপালকের (তাঁর শান অনুযায়ী) (কুদরতী) হাত মুবারক আমার বুকের উপর রাখা মাত্রই, আমার অবস্থা এমন হয়ে গেলো যে فَتَجَلّیٰ لِیْ کُلُّ شَیْءٍ وَ عَرَفْتُ ব্যস আমার জন্য প্রতিটি জিনিস আলোকিত হয়ে গেলো আর  আমি তাঁকে চিনে নিয়েছি। (তিরমিযী, কিতাব তাফসীরুল কুরআন, ৭৪৭ পৃ:, হাদীস: ৩২৩৫) একটি রেওয়ায়েতের মধ্যে রয়েছে: فَعَلِمْتُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فی  الْاَرْضِ ব্যস আমি জেনে নিয়েছি যা কিছু যমিনে ও যা কিছু আসমানে রয়েছে।

(তিরমিযী, কিতাব তাফসীরুল কুরআন, ৭৪৬ পৃ:, হাদীস: ৩২৩৩)

 

          سُبْحَانَ الله! এটা হলো আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মী হওয়ার শান...!! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই মহান মর্যাদার অধিকারী যিনি শেখার জন্য নয় বরং শিখানোর জন্য তাশরিফ এনেছেন, তাঁর কিছুক্ষণ সময়ে অর্জিত হওয়া ইলমের অবস্থা হলো এই যে, যমিন ও আসমানের প্রতিটি বস্তু তাঁর জন্য আলোকিত হয়ে গেলো তাহলে একটু চিন্তা করে দেখুন! সারা জীবনের ইলমের কি অবস্থা হবে..!!

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনন্য জ্ঞান মুবারক

          হযরত হুযায়ফা رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল, তিনি বলেন: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের মাঝে দাঁড়ালেন আর বয়ান শুরু করলেন, তিনি আমাদেরকে সবকিছু বললেন, এমনকি কিয়ামত সংঘটিত হওয়া সমস্ত ঘটনা বলে দিলেন

          হযরত হুযায়ফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যেমনটি কোন মানুষ বহু পুরোনো পরিচিত লোককে দেখলে তার হঠাৎ মনে হয় তাকে যেনো আমি কোথাও দেখেছি, এরপর কিছুক্ষণ গভীর চিন্তাভাবনা করার পর মনে পড়ে যায়, এই ঘটনার পর আমার এই অবস্থা হয়েছিলো, আমি যখনই কোন নতুন বিষয়াদি দেখতাম তখন আমার মনে হতো এগুলো আমি কোথাও যেনো শুনেছি, অতঃপর যখন একটু চিন্তা করে দেখি তখন স্মরণ হয় যে! ঐদিন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই বিষয়টিও আমাদের বলেছিলেন।

(মুসলিম, কিতাবুল ফিতন ওয়া আশরাতিস সাআত, ১১০৭ পৃ:, হাদীস: ২৮৯১ সারাংশ)

 

তিনটি চমৎকার নাম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্দর সুন্দর নাম মুবারক আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কুরআনে করীমে বলেন:

یٰۤاَیُّہَا النَّبِیُّ  اِنَّاۤ  اَرْسَلْنٰکَ شَاہِدًا وَّ مُبَشِّرًا وَّ  نَذِیْرًا