Book Name:Pyary Aaqa K Pyary Naam
লিওয়ায়ুল হামদ (অর্থাৎ প্রশংসার পতাকা) ও তাঁকে দান করা হবে, মকামে মাহমুদও তাঁকে দান করা হবে, অতঃপর কিয়ামতের দিন পূর্বাপর সবাই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসা করবে, কিয়ামতের দিন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের এমন প্রশংসা করবেন যে, কখনো কেউ এরকম প্রশংসা করেনি, অতএব, তিনিই আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যাকে মুহাম্মদ ও আহমদ বলা যায়। (কিতাবুশ শিফা, আল বাবুছ ছালিছ, অংশ: ১, পৃ: ১৭৭)
মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে রয়েছে: আল্লাহ পাক যখন আরশে আযম সৃষ্টি করলেন তখন আরশের উপর আল্লাহ পাকের মহত্বের কারণে কম্পন সৃষ্টি হয়েছিলো, আরশ কাঁপছিলো, অতঃপর সেটার উপর لَا اِلٰهَ اِلَّا اللهُ লিখে দেয়া হলো, এতে আরশের কম্পন আরও বেড়ে গেলো, আরও বেশি কাঁপতে লাগলো, এখন সেটার উপর مُحَمَّدٌ رَّسُوْ لُ الله লিখে দেয়া হলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের বরকত ছিলো যে, আরশে আযমের সেই কম্পন দূরীভূত হলো, আরশে আযম শান্ত হয়ে গেলো। (মাওয়াহিবুল লাদুনিয়া, আল মাকসাদুল খামিস, ২/৩৮৮ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় নাম হলো আর রাসূল। পরিভাষায় রাসূল সেই নবীকে বলে যিনি নতুন শরীয়ত নিয়ে এসেছেন। যেমন হযরত মূসা عَلَیْہِ السَّلَام নবীও, রাসূলও তাঁর উপর তাওরাত শরীফ নাযিল করা হয়েছে, একইভাবে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নবীও, রাসূলও কেননা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের দ্বারা পূর্ববর্তী সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নতুন শরীয়ত দান করা হয়েছে।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে রিসালাত
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়াতে নবী ও রাসূল কতজন তাশরিফ এনেছেন, আমরা তাঁদের সংখ্যা নির্ধারণ করতে পারবো না, অবশ্য! ওলামায়ে কেরাম এরকম বলেছেন যে, প্রায় ১ লক্ষ ২৪ হাজার নবী তাশরিফ এনেছেন, তার মধ্যে ৩১৩জন রাসূল। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে, রাসূল মোট ৩১৩জন তো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারক আর রাসূল কিভাবে হতে পারে? রাসূল তো ৩১৩জন, তাঁদের সকলের নাম আর রাসূল হতে পারে? কিন্তু আপনি কুরআনে করীম পাঠ করুন! সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত পড়ে নিন! কুরআনে করীমে যেখানে যেখানে শুধুমাত্র আর রাসূল এসেছে, সেটার সাথে কারো নাম উল্লেখ করা হয়নি তবে এর দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, যদি অন্য কোন নবীর আলোচনা করা হতো তবে সেটার সাথে তাঁর নামও উল্লেখ করা হতো, অর্থাৎ যখন শুধুমাত্র আর রাসূল শব্দটি বলা হবে