Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

জশনে বেলাদত ও জুলূসে মিলাদ সম্পর্কিত মাদানী ফুল

          হে আশিকানে রাসূল! আগামীকাল হলো বারভী শরীফ (অর্থাৎ রবিউল আউয়ালের ১২ তারিখ)। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জশনে বেলাদত, اَلْحَمْدُ لِلّٰه সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও তাঁদের সময়ের চাহিদা অনুযায়ী বেলাদতে মুস্তফার খুশি উদযাপন করেছেন, এই নিয়ামতের উপর আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন বরং স্বয়ং আমাদের আক্বা ও মাওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও নিজের জশনে বেলাদত উদযাপন করতেন বরং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো বাৎসরিক নয় বরং প্রতি সপ্তাহে অর্থাৎ সোমবার শরীফে রোযা রেখে নিজের জশনে বেলাদত উদযাপন করতেন।

          আসুন! নিয়্যত করে নিই যে, আমরাও اِنْ شَآءَ الله জাঁকজমকপূর্ণভাবে জশনে বেলাদত উদযাপন করবোজশনে বেলাদতের খুশি উদযাপনে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ও পরিধান করবো, প্রস্তুতি নিয়ে জুলূসে মিলাদেও অংশগ্রহণ করবো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের স্লোগানও দিবো এবং اِنْ شَآءَ الله বিশ্ববাসীকে জানিয়ে দিবো যে, আমাদের উপমাহীন আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জশনে বেলাদত, اَلْحَمْدُ لِلّٰه আমরা এতে মন প্রাণ দিয়ে খুশিও এবং আল্লাহ পাকের শোকরিয়া জ্ঞাপনকারীও

জশনে বেলাদতের খুশিতে রোযা রাখুন!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমলের নিমিত্তে জশনে বেলাদতের খুশিতে রোযাও রাখবো।

 

          মনে রাখবেন! এটা নফল রোযা, যার পক্ষে সম্ভব, শারীরিকভাবে ফিট থাকে তো রোযা রাখা উচিত। হাদীসে পাকে রয়েছে: যে (ব্যক্তি) সাওয়াবের আশায় একটি নফল রোযা রাখলো, আল্লাহ পাক তাকে দোযখ থেকে ৪০ বছরের (দূরত্বের সমপরিমাণ) দূরে রাখবেন(জামউল জাওয়ামে’, ৭/১৯০ পৃ:, হাদীস: ২২২৫১) মু’জামু কবীরের রেওয়ায়েতে রয়েছে: যে (ব্যক্তি) একটি নফল রোযা রাখলো, তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপন করা হবে যেটার ফল হবে আনারের চেয়ে ছোট আর আপেলের চেয়ে বড়, মধূর চেয়ে মিষ্টি ও সুস্বাদু হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন রোযাদারদের ঐ বৃক্ষের ফল খাওয়াবেন(মু’জামে কবীর, ১৮/৩৬৬, হাদীস: ৯৩৫)             

 

নামায পড়ার উপকারিতা এবং না পড়ার পরিণাম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমরা জশনে বেলাদত উদযাপনকারীও এবং নামাযীও, নামায আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখের শীতলতা, এজন্য নামাযের প্রতি যত্নশীল হোন! বিশেষ করে মিলাদের ব্যবস্থাপনার কাজে ব্যস্ততার মধ্যেও নামাযের সময়ের দিকে খুবই সজাগ দৃষ্টি রাখুন! এমন যেনো না হয় যে, খুশি উদযাপন করতে করতে (مَعَاذَ الله) নামায কাযা হয়ে যায়; * নামায হলো প্রথম ফরয
* নামায হলো অন্ধকার কবরের প্রদীপ * নামায কবরের আযাব থেকে রক্ষা করে * নামায হলো কিয়ামতের রোদের ছায়া * নামায হলো পুলসিরাতের জন্য সহজতা * নামায জাহান্নামের