Book Name:Pyary Aaqa K Pyary Naam
অর্থাৎ আল্লাহ পাক বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুমিনদের উপর রউফ ও রহীম তো বোঝা গেলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর গোলামদের মুসিবত দূর করেন, বিপদে, পেরেশানীতে, কঠিন সময়ে তাদেরকে সাহায্য করেন আর সাথে সাথেই অনুগ্রহ করে তাদেরকে উপকারী জিনিস দানও করেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পবিত্র নাম: উম্মী
আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় নাম হলো: উম্মী। খুবই প্রসিদ্ধ ও পরিচিত নাম, কুরআনে করীমেও প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই মুবারক নামটি এসেছে। আল্লাহ পাক বলেন:
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ
(পারা: ৯, সূরা আ’রাফ, আয়াত: ১৫৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: ঐসব লোক, যারা দাসত্ব করবে এ রাসূল, পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতার।
উম্মী শব্দের সাধারণ অর্থ হলো: পড়াবিহীন। অর্থাৎ ঐ ব্যক্তি যে দুনিয়াতে কারো কাছ থেকে পড়া, লিখা শিখেনি। এটা খুবই অনন্য বিষয়, পড়া না থাকা, লেখাপড়া না থাকা আমাদের পক্ষে তো দোষের অথচ উম্মী হওয়াটা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক বড় শান, এই একটি নামের মধ্যে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন কেমন শান বিদ্যমান রয়েছে, আসুন শ্রবণ করি:
হিজরীর সপ্তম শতাব্দির মনীষী হযরত আল্লামা ফখরুদ্দীন হাররালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: উম্মী শব্দটির অর্থ হলো আল্লাহ পাক সমস্ত মানুষকে যেই প্রকৃতির উপর সৃষ্টি করেছেন, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে একেবারে আলাদা, অতুলনীয় ও দৃষ্টান্তহীন প্রকৃতিতে সৃষ্টি করেছেন।
(ইবদাউল খফা ফি শরহে আসমাউল মুস্তফা, ইসমুহুল উম্মী, ২৪৮ পৃ:)
উদ্দেশ্য এটা যে, এই পৃথিবীতে যত লোক আসবে, সকলের প্রকৃতিতে (Nature) লেখা পড়া রাখা হয়েছে, আপনি হয়তো আপনার পরিবারে দেখেছেন যে, বাচ্চা যখন কথা বলা শুরু করে, জিনিসপত্র দেখা ও বুঝতে শুরু করে তখন অনেক বেশি প্রশ্ন করে থাকে, এটা এই বিষয়ের প্রমাণ যে, এই দুনিয়াতে প্রত্যেকের প্রকৃতির মধ্যে শেখা বিষয়টা রাখা হয়েছে, যেই দুনিয়াতে আসে, সে এখানে শেখা ও বোঝার চেষ্টা করে থাকে কিন্তু উৎসর্গ হোন! এটা আমার ও আপনার আক্বা অতুলনীয় ও উপমাহীন নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এক অনন্য প্রকৃতি যে, আল্লাহ পাক তাঁর প্রকৃতি মুবারকের মধ্যে শেখার বিষয়টি রাখেননি বরং শেখানোর বিষয়টি রেখেছেন।