Book Name:Pyary Aaqa K Pyary Naam
গুণবাচক নাম, তার মধ্যে ৩০টি নাম তো তা যা আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন * অতঃপর আল্লাহ পাকের যে ৯৯ আসমাউল হুসনা রয়েছে, আল্লাহ পাক সেই ৯৯টি পবিত্র নামের মাযহার (তথা পরিপূর্ণ নমুনা) তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বানিয়ে দিয়েছেন।
এগুলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের কিছু বিশেষত্ব ছিলো, এখন আসুন! রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কিছু সুন্দর সুন্দর নাম ও সেগুলোর গুরুত্ব ও ব্যাখ্যা শুনে নিই।
আল্লাহ পাক কুরআনে করীমে বলেন:
وَ مَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ
(পারা: ৪, সূরা আল ইমরান, আয়াত: ১৪৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর মুহাম্মদ তো একজন রাসূল।
এই আয়াতে করীমায় রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি নাম মুবারকের বর্ণনা করা হয়েছে: (১) মুহাম্মদ (২) রাসূল।
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুহাম্মদ নাম মুবারকটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, অনেক মহত্ব ও বরকত সম্পন্ন নাম। এই পবিত্র নামের যদি ব্যাখ্যা করা হয় তবে পুরো বয়ানই এটার উপর হতে পারে, ওলামায়ে কেরাম এই পবিত্র নামের বরকতের উপর পুরো কিতাব লিখে দিয়েছেন। এখানে সংক্ষিপ্ত আকারে এই নাম মুবারক সম্পর্কিত একটি মাদানী ফুল গ্রহণ করে নিন!
কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি মুবারক নাম আহমদ ও মুহাম্মদ উভয়টি হামদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে আর এবং এর মধ্যে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি শান বর্ণনা করা হয়েছে, আহমদ শব্দের অর্থ: اَجَلُّ مَنْ حَمِدَ অর্থাৎ (আজ পর্যন্ত যারা যারা আল্লাহ পাকের প্রশংসা করেছে, মানুষ হোক বা ,জ্বিন, বা ফেরেশতা, যমিন ও আসমানে পাওয়া যায় এরকম যেকোন সৃষ্টি, বৃক্ষ, পাতা, পশু. পাখি, সমস্ত জিনিসই আল্লাহ পাকের হামদ করে থাকে, এসবের মধ্যে) সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রশংসা করেছেন যেই ব্যক্তি, তিনি হলেন আমাদের নবী আহমদে মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ।
এমনিভাবে মুহাম্মদ নামের অর্থ: اَفْضَلُ مَنْ حُمِدَ অর্থাৎ (আজ পর্যন্ত যার যার প্রশংসা করা হয়েছে, যেই যেই ধরনের প্রশংসা করা হয়েছে, তাদের মধ্যে) সবচেয়ে বেশি যেই মনীষীর প্রশংসা করেছে, তাকে মুহাম্মদ বলে। (কিতাবুশ শিফা, আল বাবুছ ছালিছ, অংশ: ১, পৃ: ১৭৬)
আরও বলেন: ব্যস প্রতীয়মান হলো: সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার মাহবুব, সমগ্র জগতের মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসা করা হয়েছে তিনিও আমার আক্বা, কিয়ামতের দিন