Book Name:Pyary Aaqa K Pyary Naam
নাম যায়েদ, সেই ব্যক্তির নাম যায়েদ হওয়ার ব্যাপারে কি কোন বিশেষত্ব থাকতে পারে? না..!! ছোটবেলায় মাতা পিতা তার নাম যায়েদ রেখে দিয়েছিলো তো সেই নাম এখনো পর্যন্ত বলে আসছে কিন্তু উৎসর্গ হোন! আমার আক্বা ও মাওলা, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান, আল্লাহ পাক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অসংখ্য নাম দান করেছেন, তার সাথে সাথে সেই পবিত্র নামের মধ্যে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এমন বিশেষত্বও দান করেছেন যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম মুবারকের দিক দিয়েও উপমাহীন। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের বিশেষত্বও যদি গণনা করা হয় এই বিশেষত্বও আমাদের বিবেক ও বুদ্ধি থেকে অনেক উপরে থাকবে। উদারহণ স্বরুপ আমি আপনাদের সামনে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্দর সুন্দর নাম মুবারকের মধ্য থেকে শুধুমাত্র একটি বিশেষত্ব পেশ করছি: অনেক বড় বুযুর্গ কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যেই অসংখ্য নাম রয়েছে, ঐসব নামের মধ্যে ৩০টি নাম হলো তা যা মূলত আল্লাহ পাকের নাম কিন্তু আল্লাহ পাক তা তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও দান করেছেন। (আল মাওয়াহিবুল লাদুনিয়া, ১/৩৬৫)
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামক মুবারকের মধ্যে এমন ৩০টি নাম রয়েছে যা মূলত আল্লাহ পাকের নাম আর সেই নামগুলোই আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন * অর্থাৎ রউফ আল্লাহ পাকের নাম, হুযুর নবী করীম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও রউফ বলা যাবে * রহীম আল্লাহ পাকের নাম, হুযুর পুরনূর صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও রহীম বলা যাবে * আলীম আল্লাহ পাকেরও নাম আর সেটা হুযুর নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم কেও বলা যাবে
* মোটকথা আল্লাহ পাকের এমন ৩০টি নাম রয়েছে যা রাসূলে পাক
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন।
ওলামায়ে কেরামগণ বলেন: আল্লাহ পাকের যেসব আসমাউল হুসনা রয়েছে, মানে আল্লাহ পাকের গুণবাচক ৯৯ নাম যা কুরআন ও হাদীসে উল্লেখ রয়েছে, সেগুলো আল্লাহ পাকের নাম, ঐসব গুণাবলী আল্লাহ পাকের, যদিওবা ঐসব নাম অন্য কারো জন্য বলা যাবে না কিন্তু আল্লাহ পাক ঐসব আসমাউল হুসনার মাযহার (তথা নমুনা ও নিদর্শন) তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বানিয়ে দিয়েছেন।
(আল হাকীকাতুল মুহাম্মদীয়া, আল কিসমুছ ছানী, ১৭১ সারাংশ)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অসংখ্য নাম দান করেছেন * অতঃপর তার সাথে সাথে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সেই নামসমূহের সাথে বিশেষত্ব দ্বারাও ধন্য করেছেন * আল্লাহ পাকের আসমাউল হুসনা তথা