Book Name:Pyary Aaqa K Pyary Naam
কিয়ামতের ভয়াবহতা থেকেও মুক্তি পাওয়া যায় * পুলসিরাতের উপরও সহজতা নসিব হয় এবং * আল্লাহ পাকের দয়ায় নামে মুস্তফার বরকতে গুনাহগার ক্ষমা পেয়ে জান্নাতের হকদারও হয়ে যায়।
প্রিয় নাম মুবারকের একটি বিশেষত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনেক উচুঁ শান ওয়ালা, এটাই বাস্তব যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান ও আযমত, তাঁর গুণাবলী ও বৈশিষ্ট্য গণনা করার মত নয়।
নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অন্যান্য গুণাবলী ও পরিপূর্ণতার কথা কি আর বলবো, আল্লাহ পাক তাঁর প্রিয় নবীকে এতো বেশি নাম ও গুণাবলী দান করেছেন যে, আমরা ঐসব নামগুলো গণনাও করতে পারবো না। নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নামগুলো কী কী? সেগুলোর অর্থ কী? ঐসব সুন্দর সুন্দর নামের সাথে নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী কী শান বোঝা যায়? এটা তো পরের কথা, ওলামায়ে কেরাম এই বিষয়টি গবেষণা করেছে যে, নবীয়ে পাক, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের সংখ্যা কতো? তো বড় বড় ওলামায়ে কেরামগণ মেহনত করেছেন, নাম মুবারকের সংখ্যা জানার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তো ৮০০ নাম মুবারক পেয়েছেন...!! কিন্তু উৎসর্গ হোন! এটা গবেষণার শেষ ছিলো না, এটার পরও আরো গবেষণার অবকাশ ছিলো, অবশেষে সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এটার উপর গবেষণা করলেন, তিনি লিখেন: আমি বিভিন্ন কিতাবাদি ও রেওয়ায়েত থেকে নবীয়ে আকদাস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ১৪০০ নাম পেয়েছি, আরও বলেন: (এগুলো তা যা আমার ইলমে এসেছে, নতুবা) রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারক গণনা করা অসম্ভব।
(ফাতাওয়ায়ে রযবীয়্যা, ২৮/৩৬৬ পৃ: সামান্য পরিবর্তন সহকারে)
سُبْحَانَ الله! এটা তো এখনো নাম মুবারকের গণনার বিষয় * আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কতটি নাম দান করেছেন? আমাদের মতো সাধারণ লোক তো তা গণনাও করতে পারবো না * অতঃপর সেই নাম মুবারক সমূহের অর্থ কী? * এসবের মধ্যে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কি কি শানের বর্ণনা রয়েছে? * এছাড়াও নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও মহত্ব কি কি? সেগুলো কে গণনা করতে পারবে?
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয়ে একটু মনযোগ দিন! আমারও নাম আছে, নাম আপনারও নাম আছে, পৃথিবীতে প্রত্যেক লোকের, প্রতিটি জিনিসের কোন না কোন নাম তো থাকেই কিন্তু চিন্তার বিষয় হলো আমার নামের কি কোন বিশেষত্ব আছে? যেমন কোন ব্যক্তির