Pyary Aaqa K Pyary Naam

Book Name:Pyary Aaqa K Pyary Naam

আযাব থেকে রক্ষা করে * নামাযের মাধ্যমে রহমত অবতীর্ণ হয়ে থাকে * নামাযের দ্বারা গুনাহ মাফ হয়ে থাকে * নামায দোয়া কবুল হওয়ার মাধ্যম * নামাযের মাধ্যমে দেহের প্রশান্তি মিলে থাকে * নামাযের মাধ্যমে উপার্জনে বরকত হয়ে থাকে * নামায অশ্লীল ও মন্দ কার্যাদি থেকে হেফাযত করে (ফয়যানে নামায, ১০ পৃ:) * আর اَلْحَمْدُ لِلّٰه নামায আল্লাহ পাকের নৈকট্যতা ও  রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকার নামাযী হওয়ার তৌফিক দান করুক এবং সত্যিকার আশিকে রাসূল, সত্যিকার মিলাদ উদযাপন কারীও বানিয়ে দিক।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

কুরআনে করীমের তিলাওয়াত করুন...!!!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকে আমরা যাঁর জশনে বেলাদত উদযাপন করছি তাঁর উপর কুরআনে করীম নাযিল হয়েছে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অধিকহারে কুরআনে করীমের তিলাওয়াত করতেন এক রেওয়ায়েতে রয়েছে: আমার উম্মতের জন্য উত্তম ইবাদত হলো কুরআনে পাকের তিলাওয়াত করা

(শুয়াবুল ঈমান, বাব: তাযিমে কুরআন, /৩৪৭, হাদীস: ২০০৪)

 

          সুতরাং আমাদের খুব বেশি বেশি কুরআনে পাকের তিলাওয়াত করার অভ্যাস গড়া দরকার কুরআনে  করীমের তিলাওয়াতও করুন এবং কুরআনে করীম শুদ্ধভাবে পাঠ করাও শিখে নিনদুর্ভাগ্যক্রমে আজকে অনেক লোক শুদ্ধ তাজভীদ ও মাখরাজ সহকারে কুরআনে করীম পড়তে জানে না। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী ফয়যানে কুরআন ছড়িয়ে দেয়ার দ্বীনি সংগঠনকুরআনে করীম শুদ্ধভাবে শিখার জন্য মাদরাসাতুল মদীনা বালেগান এর ফয়যান অর্জন করুন! মাদরাসাতুল মদীনা বালেগানে বয়স্ক ইসলামী ভাইদের তাজভীদ সহকারে কুরআনে করীম শিখানো হয়ে থাকে আর সাথে সাথে ইসলামের মৌলিক জরুরী আহকাম ও মাসায়িল এবং সুন্নাত ও আদব শিখানো হয়ে থাকে, আপনিও মাদরাসাতুল মদীনা বালেগানে অংশগ্রহণ করুন এবং তাজভীদ সহকারে ‍কুরআন করীম পাঠ করা শিখুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد