Book Name:Pyary Aaqa K Pyary Naam
তখন সেটা দ্বারা উদ্দেশ্য রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই হবেন। (তাফসীরে নঈমী, পারা: ৩, সূরা আলে ইমরান, আয়াতের পাদটিকা: ৮১, ৩/৫৯১) কারণটা কি? এটার কারণ হলো এটা যে, আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমন রাসূল বানিয়েছেন তো উপমাহীন অতুলনীয় করে বানিয়েছেন।
ওলামায়ে কেরাম কুরআনে ও হাদীসের আলোকে পরিষ্কারভাবে লিখেছেন যে, মূলত যাকে রাসূল বানানোর ছিলো, তিনি হলেন আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, মূলত যাকে নবুয়তের মুকুট দান করার ছিলো তিনি হলেন আমাদের নবী, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ব্যতীত যাদেরকে নবুয়ত দান করা হয়েছে, যাদেরকে রিসালাতও দান করা হয়েছে, নবুয়ত তাদের জন্যও মৌলিক, রিসালাত তাদেরও সত্য কিন্তু তাদেরকে নবুয়ত ও রিসালাতের মুকুট পরিধান করানো হয়েছে একমাত্র আমাদের আক্বা ও মাওলা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায়। দেখুন!
কুরআনে করীমে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِذْ اَخَذَ اللّٰہُ مِیْثَاقَ কানযুল ঈমান থেকে অনুবাদ: আর স্মরণ করুন! যখন আল্লাহ অঙ্গিকার নিয়েছিলেন
কাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন?
النَّبِیّٖنَ কানযুল ঈমান থেকে অনুবাদ: নবীগণের কাছ থেকে
কি ওয়াদা নিয়েছেন?
لَمَاۤ اٰتَیْتُکُمْ مِّنْ کِتٰبٍ وَّ حِکْمَۃٍ কানযুল ঈমান থেকে অনুবাদ: ‘আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করবো।
এরপর কি হবে?
ثُمَّ جَآءَکُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَکُمْ কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর তাশরিফ আনবেন তোমাদের নিকট রাসূল যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন।
এখন আল্লাহ পাক ঐসকল নবী ও রাসূলদের কাছ থেকে অঙ্গিকার নিয়েছেন যে,
لَتُؤْمِنُنَّ بِہٖ وَ لَتَنْصُرُنَّہٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَ اَخَذْتُمْ عَلٰی ذٰلِکُمْ اِصْرِیْ ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْہَدُوْا وَ اَنَا مَعَکُمْ مِّنَ الشّٰہِدِیْنَ
(পারা: ৩,সূরা আলে ইমরান, আয়াত: ৮১) কানযুল ঈমান থেকে অনুবাদ: তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তাঁর উপর ঈমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাঁকে সাহায্য করবে। ইরশাদ করলেন, তোমরা কি স্বীকার করলে এবং এই সম্পর্কে আমার গুরুদায়িত্ব গ্রহণ করলে? সবাই আরয করলো, আমরা স্বীকার করলাম। ইরশাদ করলেন, তবে (তোমরা) একে অপরের সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষী রইলাম।