Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمينصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নেককার লোকদের কবর থেকে উঠার দৃশ্য

          হে আশিকানে রাসূল! যখন কবর খোলা হবে, মৃতদেরকে জীবিত করা হবে, তখন গুনাহগাররা খুবই ভয়ানক কষ্টদায়ক অবস্থায় উঠবে
* অনুরূপভাবে যারা নেককার লোক রয়েছে * এই দুনিয়ার জীবন নেকীর মাধ্যমে কাটিয়েছে * দুনিয়ার ভালোবাসা, ধন সম্পদের লোভ, আরাম আয়েশ এবং অহেতুক কার্যাদি থেকে বিরত থেকে নিজের জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজের জন্য ওয়াকফ করে দেয়, এমন লোকেরা যখন কবর থেকে উঠবে * তাদের পদ্ধতিটাও তো ভিন্ন হবে * তাদের অবস্থা ঈর্ষনীয় হবে * তাদের মধ্যে এমনও অনেক হবে, যাদেরকে উঠার সাথে সাথেই সুসংবাদ শুনানো হবে * কিছুলোক এমনও হবে, যাদের নেক আমল খুব ভালো খুব সুন্দর আকৃতিতে তাদেরকে স্বাগত জানাবে * কিছু এমনও হবে, যাদেরকে বাহন দেয়া হবে আর সেই বাহনের উপর বসে হাশরের ময়দানের দিকে যাবে এবং * কিছুলোক এমন সৌভাগ্যবান হবে, যাদেরকে কবর থেকে উঠানোর সাথেসাথেই ডানা দান করা হবে, যা দ্বারা তারা উড়ে উড়ে জান্নাতে চলে যাবে অথচ অন্যান্য লোকেরা তখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে

          سُبْحٰانَ لله নেককার লোকদের কেমন শান হবে, কোন নেককার বান্দাকে কিভাবে কবর থেকে উঠানো হবে, আসুন! হাদিসে মুবারকা শ্রবণ করি!

 

কালেমায়ে তায়্যিবা পাঠকারী

          সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا হতে বর্ণিত, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করন: যে ব্যক্তি لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ  পাঠ করে, তার না মৃত্যুর সময় সংশয় হবে, আর না কবরের অন্ধকারে ভয় হবে, আর না কবর থেকে উঠার সময় কোন ভয় হবে নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আরও ইরশাদ করেন: আমি যেনো দেখছি (যে, শিঙ্গায় ফুঁক দেয়া হয়েছে, মৃতরা কবর থেকে বের হচ্ছে আর) মুসলমানরা, যারা কালেমায়ে তায়্যিবা পাঠ করে, (এর উপর ঈমানও রাখে) নিজেদের মাথা থেকে মাটি ঝাড়ছে আর এরূপ বলে বলে উঠছে:

(মুজামুল আওসাত, /৪৮০, হাদিস: ৯৪৭৮, সামান্য পরিবর্তন সহকারে)

اَلْحَمْدُ لِلّٰہِ الَّذِیْۤ  اَذْہَبَ عَنَّا الْحَزَنَ ؕ

(পারা: ২২, সূরা ফাতির, আয়াত: ৩৪)                              কানযুল ঈমান থেকে অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমাদের দুঃখ দূরীভূত করেছেন

 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد