Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

(১) এক হাজার দিনের নেকী

جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ

          হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

 

(২) যেন শবে কদর পেয়ে গেলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২১ নভেম্বর ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

 

জানাযার অবশিষ্ট আহকাম

          * জানাযা কাঁধে নেয়া সাওয়াবের কাজ, হাদিসে পাকে রয়েছে: “যে ব্যক্তি জানাযার খাটিয়া কাঁধে নিয়ে চল্লিশ কদম হাঁটে তার চল্লিশটি কবীরা গুনাহ ক্ষমা করে দেয়া হয় অন্য এক হাদিসে পাকে রয়েছে: “যে (ব্যক্তি) জানাযার চারটি পায়া কাঁধে নেয় তাকে স্থায়ীভাবে ক্ষমা করে দেয়া হবে (জাওহারা, ১৩৯ পৃ:, দুররে মুখতার, /১৫৯, বাহারে শরীয়ত, /৮২৩) * সুন্নাত হলো যে, একের পর এক চারটি পায়া কাঁধে নেয়া আর প্রত্যেকবার দশ কদম করে চলা সম্পূর্ণ সুন্নাত হলো; প্রথমে মাথার ডান দিকের পায়া কাঁধে নিবে এরপর ডান পায়ের দিকের পায়া কাঁদে নিবে এরপর মাথার বাম পাশের পায়া কাঁধে নিবে এরপর বাম পায়ের দিকে আর এভাবে দশ কদম করে মোট চল্লিশ কদম হবে (আলমগিরি, /১৬২, বাহারে শরীয়ত, /৮২২) * জানাযা কাঁধে নেয়ার সময় জেনে বুঝে কষ্ট পায় এমনভাবে লোকজনকে ধাক্কা দেয়া, যেমন কিছু কিছু লোক কোন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির জানাযায় করে থাকে, এটা নাজায়িয হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ
* স্বামী তার নিজের স্ত্রীর খাটিয়া কাঁধেও নিতে পারবে, কবরেও নামাতে পারবে এবং মুখও দেখতে পারবে শুধুমাত্র গোসল দেয়ানো কোন প্রতিবন্ধকতা ছাড়া শরীর স্পর্শ করা নিষেধ (বাহারে শরীয়ত, /৮১২-৮১৩) * জানাযার সাথে উঁচু আওয়াজে কালেমা তায়্যিবা কালেমা শাহাদাত কিংবা হামদ নাত ইত্যাদি পড়া জায়িয (ফাতোওয়ায়ে রযবীয়া, /১৩৯ থেকে ১৫৮)