Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
(পারা: ১৬, সূরা মরিয়ম, আয়াত: ৮৫-৮৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: যেদিন আমরা খোদাভীরুদেরকে পরম দয়াময়ের প্রতি নিয়ে যাবো মেহমান বানিয়ে, এবং অপরাধিদেরকে জাহান্নামের দিকে খেদায়ে নিয়ে যাবো পিপাসার্ত অবস্থায়।
(اَلله! اَلله! এই আয়াতদ্বয়ের মধ্যে বলা হয়েছে; যে ব্যক্তি খোদাভীরু, ধার্মিক, গুনাহ থেকে দূরে অবস্থানকারী, নেক আমল সম্পাদনকারী, যখন লোকেরা কবর থেকে উঠবে তখন মেহমান বানিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করানো হবে কিন্তু যে অপরাধি হবে, গুনাহের বাজার উত্তপ্তকারী হবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।) হযরত মিসওয়ার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন এই আয়াতটি শুনলেন তখন বিনয় প্রকাশ করতে গিয়ে বললেন: আহ! আমি তো অপরাধি খোদাভীরু নই। হে তিলাওয়াতকারী, এই আয়াতটি আবার পড়ো, সে পূনরায় সেই আয়াতটি পড়লো তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খোদাভীতির আধিক্যতার কারণে একটি চিৎকার দিলেন, এর সাথেসাথেই তাঁর দেহ পিঞ্জর থেকে রুহ উড়াল দিলো। (ইহয়াউল উলুম, কিতাবুল খওফ ওয়ার রজা, ৪/২২৫ পৃ:)
اَللهُ اَكْبَرُ! আহ! আমাদেরও যদি এরূপ খোদাভীতির দৌলত নসিব হয়ে যেতো, আহ! সেই ভয়ানক দৃশ্য...!! আহ! কবরে হাজার হাজার বছরের একাকীত্বের পর আল্লাহ পাকের সামনে দন্ডায়মান হওয়ার সেই সময়টি...!! আমাদের ব্যাপারে আল্লাহ পাকের গোপন সিদ্ধান্ত কী হবে তা আমরা জানি না, আহ! না জানি আল্লাহ পাকের রহমতের হকদার হয়ে ভালো অবস্থায় কবর থেকে উঠানো হবে নাকি অপরাধি হিসেবে উঠানো হবে, আমরা জানি না...!! আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি অপরাধি হিসেবে উঠানো হয়, তবে বিশ্বাস করুন! খুবই কঠিন পেরেশানীর সম্মুখিন হতে হবে।
হে আশিকানে রাসূল! যখন মৃতরা জীবিত হয়ে কবর থেকে উঠবে, তখন আমরা নিজেদের জন্য কী পছন্দ করবো? আমরা কি চাইবো যে, আমি কবর থেকে যখন উঠবো তখন কেমন অবস্থায় উঠবো, আমার আমল আমাকে সুসংবাদ শুনাবে নাকি আমাকে হতাশ করবে, আমার আমল আমার জন্য বাহন হবে নাকি খুবই কঠিন দূর্গন্ধময় আকৃতিতে আমার পিঠের উপর আরোহন করবে? আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নাকি জান্নাতের সুসংবাদ শুনানো হবে? আমরা কোনটা চাইবো? এর ফয়সালা আমাদেরকে আজকেই করতে হবে। আমরা যেভাবে কবর থেকে উঠতে চাই, এই দুনিয়ায় আমাদেরকে সেভাবেই আমল করতে হবে, যদি আমরা নেক আমল করি তবে সাকারাতের সময়, কবরে, হাশরে, কবর থেকে উঠার সময়, পুলসিরাতে আমাদের সাহায্যকারী ও সহযোগি হবে, আমাদের শুভাকাঙ্খি হবে আর যদি আজ আমরা মন্দ আমল করি, গুনাহের বাজার গরম করি, নির্জনে নির্ভয়ে গুনাহ করতে থাকি, আল্লাহ পাক দেখছেন, এই কথাটি ভুলে যাই তবে যখন কবর থেকে উঠবো, তখন খুবই লজ্জিত ও অপমানের সম্মুখিন হতে হবে। সুতরাং আমরা কোনটা চাই? আমরা কবর থেকে কিভাবে উঠাকে পছন্দ করি? এর ফয়সালা আমাদেরকে আজই করতে হবে।