Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

নামাযের জন্য প্রস্তুত হয়ে যান বরং আযান মসজিদে পৌঁছেই শ্রবণ করার অভ্যাস গড়ুন! আল্লাহ পাক চাইলে তবে কিয়ামতের দিন আলোকিত চেহারা নিয়ে উঠবেন * রোযা রাখার অভ্যাস গড়ুন! রমযানুল মুবারকের রোযা তো ফরয, তা তো রাখতেই হবে, এর পাশাপাশি নফল রোযা রাখারও অভ্যাস করুন! শরীর অনুমতি দিলে তবে ফরয ওয়াজিব আদায়ের ক্ষেত্রে আর হালাল রিযিক উপার্জনে কষ্টসাধ্য না হলে তবে প্রতিদিন রোযা রাখুন! এটা সম্ভব না হলে তবে কমপক্ষে সপ্তাহে একটি রোযা রাখুন! বরং সোমবার শরীফে রোযা রাখার অভ্যাস বানিয়ে নিন কেননা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি সোমবার শরীফে রোযা রাখতেন (মুসলিম, কিতাবুস সিয়াম, ৪২৩ পৃ:, হাদিস: ১১৬২) প্রত্যেক জুমাবার রোযা রাখার অভ্যাস বানিয়ে নিন! সম্ভব হলে তবে আইয়্যামে বীয (অর্থাৎ প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪, এবং ১৫ তারিখে রোযা রাখুন), اِنْ شَآءَالله  কবর থেকে এমন অবস্থায় উঠা নসিব হবে যে, মুখ থেকে মুশকের সুগন্ধ আসবে, হাশরবাসীরা রোযাদারদের এই সুগন্ধি দ্বারা চিনতে পারবে আর আল্লাহ পাক চাইলে তবে হাশরের ময়দানে যখন লোকেরা নফসী নফসী করবে, উত্তপ্ত তামার জমিন...অগ্নি বর্ষণকারী সূর্য...সেই ভয়ানক পরিস্থিতিতে মানুষ ঘামের পানিতে গোসল করবে, কিছু লোক তো নিজের ঘামের মধ্যেই ডুবে থাকবে, কঠিন ক্ষুধা পিপাসা হবে, এমন ভয়ংকর দিনে, এমন ভয়াবহ পরিস্থিতিতে লোকেরা হিসাব নিকাশের চিন্তায় বিভোর থাকবে আর রোযাদাররা খুশিমনে দস্তরখানায় বসে মজার মজার খাবার খাবে আল্লাহ পাক আমাদেরকে এসব নেক আমল করার তাওফিক দান করো اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمينصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নেক আমল নাম্বার ২০ এর উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ঈমানের হেফাযতের চিন্তাধারা পেতে, পরকালীন জীবনের প্রস্তুতি নিতে, নেকী করার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, ১২টি দ্বীনি কাজের মধ্যে বেশি বেশি অংশগ্রহন করুন, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দেয়া৭২টি নেক আমলএর উপর আমল করুন, এর বরকতে
 اِنْ شَآءَالله সুন্নাতের অনুসরণ, নেকীর প্রতি আগ্রহ ঈমান হেফাযতের মানসিকতা সৃষ্টি হবে ৭২টি নেক আমলএর ২০ নাম্বার নেক আমল হলো; আপনি কি আজকে দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের জন্য নিজের নিগরানের প্রদত্ত শিডিউল অনুযায়ী কমপক্ষে দুই ঘন্টা সময় দিয়েছেন? এই নেক আমলের উপর আমল করলে তবে আমরা দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশগ্রহনকারী হয়ে যাবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জানাযার আহকাম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এরমৃত ব্যক্তির অসহায়ত্বপুস্তিকা থেকে জানাযার আহকাম সম্পর্কে শ্রবণ করি: প্রথমে