Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
মুয়াজ্জিনরা কবর থেকে আযান দিতে দিতে উঠবে
সাহাবিয়ে রাসূল হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন; আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয় আযান প্রদানকারী ও তালবিয়া (অর্থাৎ لَبَّیْک اللہم لبیک) পাঠকারী কিয়ামতের দিন কবর থেকে আযান ও তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে।
(মু’জামুল আওসাত, ২/৩৬৬, হাদিস: ৩৫৫৮)
নামাযের জন্য দ্রুত গমনকারীদের ফযিলত
মুকাশাফাতুল কুলুব কিতাবে রয়েছে: যখন কিয়ামত সংগঠিত হবে, তখন কবর থেকে (১): এমন একটি দল উঠবে, যাদের চেহারা তারকার ন্যায় উজ্জল হবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে: তোমাদের আমল কী ছিলো (যার বরকতে তোমাদের এই সৌভাগ্য অর্জন হয়েছে)? তারা বলবে: আমরা আযান শোনার সাথে সাথেই সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে অযু করার জন্য দাঁড়িয়ে যেতাম। (২): অতঃপর এমন আরও একটি দল আসবে যাদের চেহারা চাঁদের মতো আলোকিত থাকবে, ফেরেশাতারা তাদেরকে জিজ্ঞাসা করবে: তোমরা এমন কি আমল করতে? তারা বলবে: আমরা সময়ের পূর্বে অযু করে নামাযের জন্য প্রস্তুতি গ্রহন করতাম।
(৩): অতঃপর আরও একটি দল আসবে, তাদের চেহারা সূর্যের ন্যায় আলোকিত থাকবে, ফেরেশতারা তাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবে। তারা বলবে: আমরা মসজিদে গিয়ে আযান শুনতাম (অর্থাৎ আযানের পূর্বেই মসজিদে চলে যেতাম)। (কুতুল কুলুব, ২/১৬৮)
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন কিয়ামত সংগঠিত হবে, তখন রোযাদাররা এই শান নিয়ে কবর থেকে বের হবে যে, তাদের মুখ থেকে মুশকের ন্যায় কড়া সুগন্ধ বের হবে, তাদেরকে এই সুগন্ধি দ্বারা চিনতে পারবে। অতঃপর যখন তারা হাশরের ময়দানে পৌঁছে যাবে তখন তাদের জন্য দস্তরখানা বিছানো হবে, সেখানে খাবার দেয়া হবে। তাদের হুকুম দেয়া হবে: খাও! কেননা তোমরা তখন ক্ষুধার্ত থাকতে, যখন মানুষ পেট ভরে আহার করতো, পান করো! কেননা তোমরা তখন পিপাসার্ত থাকতে, যখন মানুষ পানি দ্বারা পিপাসা নিবারণ করতো। ব্যস এখন সেই সৌভাগ্যবানরা খাবে, পান করবে আর আরাম করবে, যখন লোকেরা ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় হিসাব নিকাশে ব্যস্ত থাকবে।
(যাহরুল ফেরদৌস, ১/৭৮৫, হাদিস: ৩৮১)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! মনোযোগ দিন! কেমন সহজ সহজ নেকী রয়েছে, কালেমায়ে তায়্যিবা পড়ুন! اِنْ شَآءَالله না মৃত্যুর সময় ভয় হবে, আর না কবরের মধ্যে ভয় হবে আর যখন কবর থেকে উঠবেন, তখনও হৃদয় প্রশান্ত হবে, কোন ভয় অন্তরে কাজ করবে না * আযান দেয়ার অভ্যাস করুন! اِنْ شَآءَالله কবর থেকে আযান দেয়া অবস্থায় উঠবেন * পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে পড়ুন, আযান হওয়ার সাথে সাথেই বরং আযানের পূর্বেই অযু করে