Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
হবে, এখন একটু সেই দৃশ্যটি কল্পনা করুন! আহ! সেই সময়টা যখন এই আসমানকে গুছিয়ে নেয়া হবে, এই মাটিকে তামার মাটিতে পরিবর্তন করে দেয়া হবে, আহ! যখন نَفْخَۃُ الْبَعْث হবে অর্থাৎ দ্বিতীয়বার উঠানোর জন্য শিঙ্গায় ফুঁক দেয়া হবে, কবর কিভাবে খুলে যাবে, কোটি কোটি মৃত মানুষ যাদের হাঁড় পর্যন্ত পচে গলে গেছে, আল্লাহ পাকের কুদরতে পূনরায় ওঠে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ! হ্যাঁ! আমাদেরকে পূনরায় উঠানো হবে, তবে মনে রাখবেন! এই উঠানোটা এমন হবে না, যেমনটি আমরা দুনিয়াতে এসেছি, আমরা এই দুনিয়াতে একই পদ্ধতিতে এসে থাকি, কেউ ধনী বা কেউ গরিব, বাদশাহ হোক বা ফকির, ডাক্তার হোক বা প্রকৌশলী, আলিম বা মূর্খ, ইবাদত পরায়ন হোক বা গুনাহগারের সর্দার, যখন দুনিয়াতে আসে সকলে বস্ত্রবিহীন এসে থাকে, সকলে নিজের শিশুসুলভ দেহ নিয়ে এসে থাকে, সকলেরই কোমল হাত, পা থাকে কিন্তু মনে রাখবেন! কিয়ামতের জন্য উঠানোটা এমন হবে না, সেই উঠানোটা আমল অনুযায়ী হবে, আমরা এই দুনিয়াতে যেমনটি আমল করবো, ঠিক সেইভাবে, সেই আকৃতি ও ধরনে শান্ত বা ভীত সন্ত্রস্ত অবস্থায়, খুব সুন্দর অথবা কুৎসিত আকৃতিতে, লজ্জিত ও অপদস্ততার সহিত কাঁদতে কাঁদতে বরং আনন্দ উদযাপন করতে করতে উঠবো।
আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۙ(۴ ) عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَ اَخَّرَتْ ؕ(۵)
(পারা: ৩০, সূরা ইনফিতার, আয়াত: ৪-৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে। তখন প্রত্যেক আত্মা অবগত হবে সে সম্পর্কে, যা সে পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে (রেখে এসেছে)।
অর্থাৎ যখন কবর খোলা হবে, মৃতদেরকে পূনরায় জীবিত করে হাশরের জন্য বের করা হবে, তখন প্রত্যেকে জেনে নিবে যে, দুনিয়াতে তারা কি কি আমল করেছে, যে নেকী করেছে, সেও তা জানতে পারবে, আর যে গুনাহ করেছে সেও তা জানতে পারবে।
(তাফসীরে খাযিন, পারা: ৩০, সূরা ইনফিতার, আয়াতের পাদটিকা: ৪-৫, ৪/৪০১ পৃ:)
কবর থেকে উঠার বিভিন্ন অবস্থাদি
আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: বর্ণনায় এসেছে যখন বান্দা ইন্তিকাল করে তখন তার আমল ভালো হোক বা মন্দ, তার শিয়রে জমা হয়ে যায়, যখন তাকে গোসল দেয়া হয়, কাফন পরিধান করানো হয়, তার জানাযায় নামায পড়ানো হয়, এই সময়ে সে আমলের সাথে সাথেই থাকে আর সেগুলোর সাথেই তাকে কবরে রাখা হবে, মানুষ তো মৃতকে দাফন করে শুইয়ে দিয়ে চলে আসে কিন্তু আমল তার সাথে কবরেই রয়ে যায়, অতঃপর কিয়ামত পর্যন্ত তার আমল তার সাথে কবরেই থাকে, এমনকি যখন কবর খোলা হবে, মৃতদেরকে পূনরায় জীবিত করা হবে, তখন তার আমল ভালো হোক বা মন্দ, তাদের সাথেই কবর থেকে বের হবে, অতঃপর যখন সে আখিরাতের হিসাবের জন্য হাশরের ময়দানের দিকে অগ্রসর হবে, তার সকল ভালো ও মন্দ আমল একত্রিত হয়ে যাবে, সেগুলোর মধ্যে কোন ছোট বা বড় গুনাহ ভুলিয়ে দেয়া হবে না, তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত আমল সামনে এসে যাবে। (বুস্তানুল ওয়ায়েযীন, ৭৮ পৃ:)