Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন: (১): যখন কোন জান্নাতী ব্যক্তি ইন্তিকাল করে, তখন আল্লাহ পাক লজ্জাবোধ করেন যে, ঐসব লোকদের আযাব দিতে, যারা তার জানাযার খাটিয়ার সাথে হাঁটে আর এর পেছন পেছন চলে এবং যারা তার জানাযার নামায আদায় করেছে। (ফিরদাউসুল আখবার, ১/২৮২, হাদিস: ১১০৮) (২): মুমিন বান্দার ইন্তিকালের পর সর্বপ্রথম পুরুষ্কার এটাই দেয়া হবে যে, তার জানাযায় অংশগ্রহনকারী সকলকে ক্ষমা দেয়া হবে। (মুসনদুল বাযার, ১১/৮৬, হাদিস: ৪৭৯৬) * জানাযার নামাযে আল্লাহ পাকের সন্তুষ্টি, ফরয আদায়, মৃত ব্যক্তি ও তার নিকট আত্মীয়দের মনখুশি ইত্যাদি ভালো ভালো নিয়্যত সহকারে অংশগ্রহন করা উচিত। * জানাযার সাথে যাওয়ার সময় নিজের পরিণতির ব্যাপারে ভাবতে থাকা যে, যেভাবে আজ একে নিয়ে যাওয়া হচ্ছে, সেইভাবে একদিন আমাকেও নিয়ে যাওয়া হবে, যেভাবে একে মণকে মণ মাটির নিচে দাফন করা হবে, ঠিক সেভাবে আমাকেও একদিন দাফন করা হবে। এভাবে গভীর চিন্তাভাবনা করা ইবাদত ও সাওয়াবের কাজ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জানাযার অবশিষ্ট আহকাম তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ