Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

          * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আল্লাহ পাক মৃতদেরকে উঠানোর ক্ষমতা রাখেন

          উবাই বিন খলফ, যে মক্কার অনেক বড় প্রসিদ্ধ অমুসলিম ছিলো, একদিন সে কোন মৃত মানুষের একদম পচে গলে যাওয়া পুরনো হাঁড় নিলো আর সেগুলো নিয়ে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দরবারে গিয়ে বললো: হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি কি আমাদের সাথে অঙ্গিকার করছেন যে, যখন আমাদের হাঁড়সমূহ পুরনো হয়ে সম্পূর্ণভাবে গলে যায়, অতঃপর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক পূনরায় উঠাবেন আর নতুন জীবন দান করবেন? এটা বলে উবাই বিন খলফ হাতে নেয়া সেই হাঁড়গুলোকে হাতের সাহায্যে গুড়ো করে সেগুলোকে বাতাসে উড়িয়ে দিলো, এরপর বললো: হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!  কে আছে যে, এগুলোকে পূনরায় জীবিত করবে? এর উত্তরে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হ্যাঁ! তিনি হলেন (অনেক শক্তিশালী) আল্লাহ পাক, যিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, এরপর মারা যাওয়ার পর জীবিত করবেন এবং তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তখন পারা ২৩, সূরা ইয়াসিন শরীফের এই আয়াত অবতির্ণ হয়:

(তাফসীরে খাযিন, পারা: ২৩, সূরা ইয়াসিন, আয়াতের পাদটিকা: ৭৭, /১৩-১৪ সারাংশ)

وَ ضَرَبَ لَنَا مَثَلًا وَّ نَسِیَ خَلْقَہٗ ؕ قَالَ مَنْ  یُّحْیِ  الْعِظَامَ  وَ  ھِیَ  رَمِیْمٌ ( ۷۸) قُلْ یُحْیِیْہَا الَّذِیْۤ  اَنْشَاَھَاۤ  اَوَّلَ  مَرَّۃٍ ؕ  وَ  ھُوَ  بِکُلِّ  خَلْقٍ عَلِیْمُۨ  (ۙ۷۹)

(পারা: ২৩, সূরা ইয়াসিন, আয়াত: ৭৮-৭৯কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আমার জন্য উপমা রচনা করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে গেছে বললো: এমন কে আছে যে, অস্থিতগুলোতে প্রাণ সঞ্চার করবে যখন সেগুলো একেবারে পঁচে গলে যায়? আপনি বলুন! সেগুলো তিনিই জীবিত করবেন, যিনি প্রথমবারেই তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাঁরই নিকট প্রত্যেক সৃষ্টির জ্ঞান রয়েছে

 

 

          এই আয়াতের সারাংশ হলো যে, কেমন বোকা এসব মানুষ, যারা আমার জন্য উপমা বর্ণনা করে আর নিজেদের সৃষ্টিকে ভুলে বসেছে তারা কি নিজেদেরকে দেখে না যে, শুরুতে তারা শুধুমাত্র এক বিন্দু অপবিত্র ফোঁটা ছিলো, যেটা গলে যাওয়া হাঁড়ের চেয়েও তুচ্ছ, আল্লাহ পাক তাঁর ক্ষমতাবলে তাতে প্রাণ সঞ্চার করলেন, একটি পানির ফোঁটার মধ্যে হাত, পা, নাক, কান, চক্ষু দান করলেন, হৃদস্পন্দন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়ে জীবন্ত একটা মানুষ বানিয়ে দিলেন, আর এখন নিজেদের এত কিছু ভুলে গেলে, এমন অহংকারী হয়ে গেলে যে, আল্লাহ পাকের কুদরতকে অস্বীকার করে তর্ক করতে চলে আসলে? হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! তাদেরকে বলে দিন! সেই পচে গলে যাওয়া হাঁড়গুলোকে তিনিই জীবিত করবেন, যিনি পূর্বে তাদেরকে বানিয়েছেন, যেই খোদা, মাত্র এক ফোঁটা পানিকে মাংস, চর্বি হাঁড়ে রুপান্তর করতে পারেন নিশ্চয় তিনি হলেন আল্লাহ পাক, প্রতিটি সৃষ্টির ব্যাপারে খুব ভালোভাবে অবগত আছেন