Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

(সিরাতুল জিনান, পারা: ২৩, সূরা ইয়াসিন, আয়াতের পাদটিকা: ৭৭, /২৮২)

 

এটা তো ব্যস একটা ঝটকা ছিলো..!!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কিয়ামত অতি সন্নিকটে, তা অবশ্যই আসবে, মৃত্যুর পর উঠানো হবে, নিশ্চিত উঠানো হবে, এটা সেই মহান প্রতিপালকের প্রতিজ্ঞা, যিনি সমস্ত সত্যবাদীদের চেয়ে বড় সত্যবাদী, যাঁর পক্ষে মিথ্যা বলা শোভা পায় না এবং অসম্ভব, এটি সেই প্রতিপালকের ওয়াদা, যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, তিনিই একদিন একে ধ্বংস করে দিবেন, অতঃপর ইন্তিকালের পর পূনরায় আমাদেরকে উঠানো হবে, আমাদের আমলের হিসাব হবে, সেদিন নেকীর জন্য জান্নাত দান করা হবে, কিন্তু আহ! গুনাহগার যদি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত থাকে তবে জাহান্নাম হবে তার ঠিকানা

 

কবর থেকে উঠার ভয়ানক দৃশ্য

          আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত সংগঠিত হওয়ার পুরো দৃশ্য বর্ণনা করেছেন, যেমনটি হাদিসে মুবারকা অনুযায়ী হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام তাঁর মুখে শিঙ্গা নিয়ে দাঁড়াবেন, যখন আল্লাহ পাক তাঁকে নির্দেশ দিবেন, তিনি শিঙ্গায় ফুঁক দিবেন, তা একটি ভয়ানক চিৎকারের আওয়াজ হবে, সেই আওয়াজে ভূমিকম্পের সৃষ্টি হবে, তারকারাজি খসে পড়বে, চাঁদ সূর্য একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়ে ভেঙ্গে পড়বে, সমুদ্রের মাঝখানে একটা নৌকা তুফানের কবলে পড়ে যেমনিভাবে কম্পিত হয়ে থাকে, তেমনিভাবে পৃথিবী কেঁপে উঠবে, তখনই কিয়ামত সংগঠিত হবে, সকলে মৃত্যুর ধাপ অতিত্রুম করবে এরপর ফেরেশতাদেরও মৃত্যু আসবে, সমস্ত ফেরেশতারা মৃত্যুর স্বাদ গ্রহন করবে, তখন শুধুমাত্র একজন অনন্ত অসীম প্রতিপালক ব্যতীত কেউ জীবিত থাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক চাইবেন, সকলের উপর মৃত্যু অব্যাহত থাকবে, অতঃপর আল্লাহ পাক ইরশাদ করবেন: আরশ বহনকারী ফেরেশতারা জীবিত হয়ে যাও ব্যস তারা জীবিত হয়ে যাবে এরপর হুকুম হবে জিব্রাইল মিকাইল عَلَیْہِمَا السَّلَام জীবিত হয়ে যাও তাঁরা জীবিত হয়ে যাবেন এখন আল্লাহ পাক হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام কে আদেশ করবেন: اُنْفُخْ نَفخَۃَ الْبَعْثِ মরার পর উঠানোর জন্য শিঙ্গায় ফুঁক দাও...! হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام তৃতীয়বার শিঙ্গায় ফুঁক দিবেন, ব্যস সেই শিঙ্গায় ফুঁক দেয়ার সাথে সাথেই সমস্ত রুহসমূহ বের হয়ে যাবে, আল্লাহ পাক ইরশাদ করবেন: আমার সম্মান মহত্বের শপথ! সমস্ত রুহ আপন আপন দেহে চলে যাও অতএব সমস্ত রুহ আপন আপন শরীরে চলে যাবে, এবার মাটি খুলে যাবে আর তোমরা সকলে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে (মুসনদে ইসহাক বিন রাহবিয়া, /২৬১, হাদিস: ১০)

 

          হে আশিকানে রাসূল! কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত অবশ্যই হবে, আল্লাহ পাকের কুদরতের একটা দৃশ্য হবে যে, হাজারো বছরের পুরনো মৃতরাও পূনরায় ওঠে দাড়িয়ে যাবে

 

যখন কবর খোলা হবে...!!

          اَللهُ اَكْبَرُ! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের কুদরতকেও মানি এবং এটাও বিশ্বাস রাখি যে, কিয়ামত সংগঠিত হবে, আমাদের মৃত্যুর পর পূনরায় উঠানো