Qabro Se Uthnay Ka Holnaak Manzar

Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar

          আল্লামা ইবনে জাওযি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক জায়গায় লিখেন: যখন লোকেরা কবর থেকে উঠবে, তখন তাদের আমলও সাথে উঠবে, যদি সেই বান্দা আনুগত্যশীল হয়, নেকী সম্পাদনকারী হয়, গুনাহ বর্জনকারী হয় তবে তার আমল দুনিয়ায়ও তাকে সহযোগিতা করবে আর যখন কবর থেকে উঠবে, তখনও তার নেক আমল তাকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাযত করবে, তাকে সাহায্য করবে, তাকে ভালোবাসা সহানুভূতি দিবে, কান্না করলে তখন নেক আমল বলবে: হে আমার বন্ধু! হে আমার প্রিয়! এসবকিছু (অর্থাৎ জাহান্নামের আগুন, কিয়ামতের ভয়াবহতা) তোমার জন্য নয়, আল্লাহ পাকের আনুগত্যকারীদেরকে এই আযাবগুলো দেয়া হবে না, এসব আযাবের উপযুক্ত তো সে, যে আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, তাঁর নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং নিজের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করেছে, হে আমার প্রিয়! তুমি তো আনুগত্যশীল বান্দা (বুস্তানুল ওয়ায়েযীন, ৩০ পৃ:)

 

 

 

 

 

আমলসমূহ মানুষদেরকে স্বাগত জানাবে

          হযরত আমর বিন কাইস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মুসলমান যখন নিজের কবর থেকে বের হবে তখন তার আমল খুব সুন্দর আকৃতি উত্তম সুগন্ধি আকারে তাকে স্বাগত জানাবে আর তাকে জিজ্ঞাসা করবে: তুমি কি আমাকে চেনো? বান্দা বলবে: তুমি খুব সুন্দর, খুবই সুগন্ধিময়ও কিন্তু আমি তোমাকে চিনি নাই তার ভালো আমল বলবে: দুনিয়ায় তুমিও এরকম ছিলে, তোমার সুগন্ধ (অর্থাৎ তোমার চরিত্র, তোমার আমল তোমার জীবন) অনেক সুন্দর ছিলো, আমি তোমার নেক আমল, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় ছিলে আমি তোমার ওপর আরোহন করেছি (অর্থাৎ তোমাকে আকাঙ্খা থেকে দূরে রেখেছি, তোমাকে নেকীর মধ্যে লিপ্ত রেখেছি), আজ তুমি আমার উপর আরোহন করো

          এটা হবে নেককার মুসলমানের অবস্থা পক্ষান্তরে অমুসলিমের আমল তাকে স্বাগত জানানো তো অনেক দূরের কথা বরং খুবই দূর্গন্ধময় আকৃতি ধারণ করবে, যখন বান্দা কবর থেকে উঠবে তখন তার মন্দ আমল আসবে, জিজ্ঞাসা করবে: তুমি কি আমাকে চেনো? অমুসলিম বলবে: তুমি এতো কুৎসিত, তোমার কাছ থেকে কিরূপ দূর্গন্ধ ছড়াচ্ছে, আমি তোমাকে চিনি না তার মন্দ আমল বলবে: তুমিও দুনিয়ায় এমন দূর্গন্ধময় ছিলে, আমি তোমার মন্দ আমল, দুনিয়ায় তুমি আমার উপর আরোহিত ছিলে, আজ আমি তোমার উপর আরোহন করবো

(তাফসীরে তাবারী, পারা: , সূরা আনআম, আয়াতের পাদটিকা: ৩১, /১৭৮ পৃ:, নং: ১৩১৯০ সারাংশ)

 

হাশরের ভয়ে প্রাণ দিয়ে দিলো

          হযরত মিসওয়ার বিন মাখরামা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এজজন নেককার বুযুর্গ ছিলেন, একদিন তাঁর সামনে কেউ এই আয়াতটি পাঠ করলো:

یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ  اِلَی  الرَّحْمٰنِ وَفْدًا (ۙ۸۵) وَّ نَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَہَنَّمَ وِرْدًا (ۘ۸۶)