Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
প্রত্যেকে ভিন্ন ভিন্ন আকৃতিতে উঠবে
একদা সাহাবিয়ে রাসূল হযরত মুয়ায বিন জাবাল رَضِیَ اللهُ
عَنْہُ নবী করীম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কুরআনে করীমে ইরশাদ করা হয়েছে কিয়ামতের দিন মানুষদেরকে দলে দলে উঠানো হবে। এর ভাবার্থ কি? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ
করলেন: হে মুয়ায! তুমি একটি বৃহৎ বিষয়ে জিজ্ঞাসা করেছো, এই বলে তাঁর চোখ মুবারক দিয়ে পানি চলে আসলো। অতঃপর ইরশাদ করলেন: আমার উম্মতের লোকদের ১০ ভাগে বিভক্ত করে উঠানো হবে, আল্লাহ পাক যাদেরকে মুসলমানদের দল থেকে আলাদা করে দিবেন এবং যাদের আকৃতি পরিবর্তন করে দেয়া হবে, তাদের মধ্যে (১): কেউ কেউ বানরের আকৃতিতে উঠবে (২): কিছু হবে তারা, যাদেরকে শূকরের আকৃতিতে উঠানো হবে (৩): কাউকে উল্টো করে দেয়া হবে, তাদের পা উপরে আর চেহারা নিচের দিকে থাকবে, এরা চেহারার উপর ভর করে হাঁটবে
(৪): কাউকে অন্ধ করে উঠানো হবে, তারা পেরেশানীর শিকার হবে
(৫): কাউকে বোবা ও বধির করে উঠানো হবে, তারা কিছু বুঝতে পারবে না (৬): কেউ তাদের জিহ্বা চিবিয়ে খাবে আর তাদের জিহ্বা তাদের বুক পর্যন্ত ঝুলে থাকবে, তাদের মুখ থেকে লালা ঝরবে লোকেরা তাদেরকে দেখে ঘৃণা করবে (৭): কেউ কেউ এভাবে উঠবে যে, তাদের হাত পা কাটা থাকবে (৮): কেউ কেউ আগুনের শিখলের সাথে ঝুলে থাকবে (৯): অনেকে এভাবে উঠবে যে, তাদের দূর্গন্ধ মৃত লাশের চেয়েও বেশি হবে (১০): কিছুলোক এভাবে উঠবে যে, তাদেরকে আলকাতরা (এক প্রকার কালো ও তরল পদার্থ, যা সড়ক নির্মাণে এবং ছাদে ব্যবহার করা হয়ে থাকে যাতে পানি থেকে সুরক্ষা থাকে) এর চাদর পড়ানো হবে, যা খুব দ্রুত তাদের ত্বকের সাথে লেগে যাবে।
(তারা কারা হবে, এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে অদৃশ্যের ব্যাপারে অবগত নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (১): যারা বানরের আকৃতিতে উঠবে, তারা হলো চোগলখোর (২): যারা শূকরের আকৃতিতে উঠবে, তারা হলো ঘুষখোর, হারাম উপার্জনকারী ও অন্যায়ভাবে টেক্স গ্রহনকারী (৩): যারা উল্টো হয়ে উঠবে, যাদের মাথা নিচে ও পা উপরের দিকে থাকবে, তারা হলো সুদখোর (৪): যাদেরকে অন্ধ করে উঠানো হবে, তারা হলো অন্যায়ভাবে বিচারকার্য সম্পাদনকারী (৫): যাদেরকে বোবা, বধির করে উঠানো হবে, তারা হলো নিজেদের আমল নিয়ে অহংকারের শিকার ব্যক্তি (৬): যারা নিজেদের জিহ্বা চিবিয়ে খাবে, তারা হলো ঐ আমলহীন মুবাল্লিগ, যা বলে, তা করে না (অর্থাৎ অন্যকে নেকীর দাওয়াত দেয়, নিজে গুনাহে নিমজ্জিত থাকে) (৭): যাদের হাত পা কাটা অবস্থায় উঠবে, তারা হলো যারা প্রতিবেশিদের কষ্ট দিতো (৮): যাদেরকে আগুনের শিখলের সাথে ঝুলিয়ে রাখা অবস্থায় উঠানো হবে, তারা হলো বিচারকের কাছে মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পৌঁছানোকারী (৯): যারা মৃতের দূর্গন্ধের চেয়েও বেশি দূর্গন্ধ অবস্থায় উঠবে, তারা হলো প্রবৃত্তির চাহিদা ও স্বাদে নিমজ্জিত আর নিজের সম্পদ থেকে হুকুকুল্লাহ (যেমন; যাকাত, ফিতরা ইত্যাদি) আদায় করতো না (১০):