Book Name:Qabro Se Uthnay Ka Holnaak Manzar
আর হলো তারা যাদেরকে আলকাতরার চাদর পরিধান করানো হবে, তারা হলো অহংকারের শিকার হওয়া ব্যক্তিরা।
(আত তাযকিরা ফি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাত, ১৭৯ পৃ:)
اَلله! اَلله! হে আশিকানে রাসূল! এই বর্ণনার প্রতি বার বার মনোযোগ দিন! প্রবৃত্তির চাহিদার অনুসরণ করে, দুনিয়ার স্বাদে বিভোর হয়ে আল্লাহ পাকের আনুগত্য থেকে কখনো উদাসিন হবেন না! ô “আমি” “আমি” করা, অহংকার ও গর্ব করার বিপদের ফাঁদ থেকে বেঁচে থাকুন, যদি এখনো পর্যন্ত এগুলোর মধ্য হতে কখনো কোন গুনাহ করে বসেন তাহলে তাওবা করুন! নতুবা মনে রাখবেন! যদি এই গুনাহের মধ্যে নিমজ্জিত অবস্থায় জীবন অতিবাহিত হয়, তবে আহ! আল্লাহ না করুক! যদি কবর থেকে উঠার সময় আমাদেরকে শিক্ষার পাত্র বানিয়ে দেয়া হয়, তবে আমাদের কী অবস্থা হবে...!!
হযরত সাঈদ জারিরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমার নিকট এই বর্ণনা পৌঁছেছে যে, কিয়ামতের দিন যখন অমুসলিমদেরকে কবর থেকে উঠানো হবে, তখন শয়তান তাদের হাত ধরে নিবে, তারা শয়তানের সাথেই থাকবে এমনকি আল্লাহ পাক তাদের উভয়কে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন, তখন অমুসলিম বলবে:আহ! যদি আমার ও তোমার মাঝখানে পূর্ব ও পশ্চিমের সমান দূরত্ব হয়ে যেতো...!! তুমি কতইনা খারাপ সঙ্গী!
(তাফসীরে তাবারী, পারা: ২৫, সূরা যুখরুফ, ৩৮ নং আয়াতের পাদটিকা, ১১/১৮৯ পৃ:, হাদিস: ৩০৮৭০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমরা মুসলমান, এটা অবশ্যই আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, আমাদের কালেমা পড়া, মুসলমান হওয়া اِنْ شَآءَالله জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন! জাহান্নাম থেকে হেফাযত ও জান্নাতের হকদার হওয়ার জন্য শুধুমাত্র মুসলমান হওয়াই যথেষ্ট নয় বরং ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়াও জরুরী।
এজন্য আমাদের উচিত, আমাদের নিজেদের ঈমানের চিন্তা করা, আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দ্বারা ধন্য করেছেন, এর মূল্যায়ন করা, এর কৃতজ্ঞতাও আদায় করা এবং পাশাপাশি কুফরের প্রতি ঘৃণা (Hate)ও প্রকাশ করতে থাকুন। হাদিসে পাকে রয়েছে: যার মাঝে ৩টি বিষয় পাওয়া যাবে, সে ঈমানের স্বাদ পাবে (এই ৩টির মধ্য হতে একটি ইরশাদ করেন:) সে ঈমানের পর কুফরির দিকে প্রত্যাবর্তন করাকে এভাবে অপছন্দ করে, যেমনিভবে আগুনে পতিত হওয়াকে অপছন্দ করে।
(বুখারি, বাবু হালাওয়াতিল ঈমান, ৭৪ পৃ:, হাদিস: ১৬)
আহ! আফসোস! আজকাল ঈমানের নিরাপত্তার চিন্তা খুব কম লোকেরই হয়ে থাকে * সাধারণত লোকেরা নিজেদের নফসের উপর ভরসা করে থাকে * বদ মাযহাবী ও খারাপ