Faizan e Ameer e Muawiya

Book Name:Faizan e Ameer e Muawiya

আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর ওফাত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতী সাহাবী হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ ৭৮ বছর এই দুনিয়ায় অবস্থান করে অবশেষে ৬০ হিজরীর রজবুল মুরাজ্জাব মাসের বরকতময় মাসে বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেন। তাঁর মাযার শরীফ দামেস্কের বাবুস সগীরে অবস্থিত, তার মাযারের চারপাশে একটি আলীশান ভবন নির্মিত হয়েছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার মাযারটি খোলা হয় এবং সর্বসাধারণ মাযারে হাজিরীর সৌভাগ্য লাভ করে (ফয়যানে আমীরে মুয়াবিয়া, পৃষ্ঠা ২৪৬)

          আল্লাহ পাক আমাদেরকে সকল সাহাবা ও আহলে বাইতের আদবকারী বানাও, সাহাবা ও আহলে বাইত رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن এর প্রতি অশেষ ভালোবাসা নসীব করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নম্বর নেক আমলের প্রতি উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা, ইবাদতের আনন্দ উপভোগ করার জন্য, নেক কাজে নিয়োজিত হওয়ার জন্য এবং নেককারদের সান্নিধ্য লাভের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, এর বরকতে নেকীর উপর অবিচলতা এবং গুনাহের প্রতি ঘৃণার মানসিকতা সৃষ্টি হবে। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমল পুস্তিকা পূরণ করা। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত "৭২টি নেক আমল" এর একটি হচ্ছে যে, আপনি কি আজ রাতে সূরা মুলক তিলাওয়াত করেছেন বা শুনেছেন? সূরা মুলক তিলাওয়াতের ফযীলত হলো, যে ব্যক্তি প্রতি রাতে একবার সূরা মুলক তিলাওয়াত করবে, সে কবরের আযাব থেকে নিরাপদ থাকবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মীমাংসা করার মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন মীমাংসা করার মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। * মুসলমানদের মধ্যে মীমাংসা করানো আল্লাহর সুন্নাত। (ফয়সালা করনে কে মাদানী ফুল, পৃষ্ঠা ৩১) * হাদীস শরীফে রয়েছে: সৃষ্টির মধ্যে মীমাংসা স্থাপন করো কারণ আল্লাহ পাক কাল কিয়ামতের দিন মুসলমানদের মধ্যে মীমাংসা করাবেন। * মুসলমানদের মধ্যে প্রেম ও ভালোবাসা সৃষ্টি করা এবং মীমাংসা করানো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতও বটে। (সীরাতুল জিনান, ২/১৯) * যেমনটি আমাদের শাফায়াতকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আউস ও খাযরায গোত্রের মাঝে মীমাংসা করিয়ে দেন। (দুররে মনসুর, আলে ইমরান, ১০০ নং আয়াতের পাদটিকা, ২/২৭৯) * মিথ্যা বলে দুজন পুরুষ অথবা পুরুষ ও মহিলার মাঝে মীমাংসা করানো জায়িয। (জাহান্নামে নিয়ে যাওয়ার আমল, ২/৭১৩) যেমনটি সুতরাং হাদীস শরীফে রয়েছে: মিথ্যা কখনোই ঠিক নয় তবে তিনটি স্থান ব্যতীত: ১. স্বামীর তার স্ত্রীকে