Book Name:Faizan e Ameer e Muawiya
এবার
একটু ভেবে দেখুন! আমরা যখন তাওরাতে লিখিত নাতে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم এর
আলোচনা করবো, তখন আমরা আন্দোলিত হয়ে
বলবো: وَ
مُلْکُہٗ بِالشَّام অর্থাৎ
আমাদের মুনিবের রাজত্বের স্থান ছিল সিরিয়া, তাহলে একটু বলুন, এটি কার রাজ্যের আলোচনা করা হচ্ছে? কার রাজত্বের বর্ণনা দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এটি হযরত আমীরে মুয়াবিয়া
رَضِیَ
اللهُ عَنْہُ এর
সাম্রাজ্যের আলোচনা করা হচ্ছে। سُبْحٰنَ الله!
সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان ঈমানের মানদণ্ড
হে
আশিকানে সাহাবী ও আহলে বাইত! সাহাবায়ে কিরাম
عَلَیْہِمُ
الرِّضْوَان হলেন
সেই ব্যক্তিবর্গ,
যাদেরকে আল্লাহ
পাক ঈমানের মানদণ্ড বলে ঘোষণা করেছেন:
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِہٖ فَقَدِ اہْتَدَوْا
(পারা ১, সূরা বাকারা, আয়াত ১৩৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর তারাও যদি এভাবে ঈমান আনতো, যেমন তোমরা এনেছো, তবেই তো তারা হিদায়ত পেয়ে যেতো।
তাফসীর নঈমীতে এই আয়াতের টিকায় বর্ণিত হয়েছে: অর্থাৎ হে সাহাবায়ে কিরাম! কেয়ামত পর্যন্ত যে ব্যক্তি তোমাদের মত ঈমান আনবে অর্থাৎ আমার, আমার রাসূলগণের, আমার কিতাবসমূহের প্রতি এমন ভাবে ঈমান আনবে, যেভাবে তোমরা ঈমান এনেছো, তবে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি সে সবকিছু বিশ্বাস করে কিন্তু তোমাদের মত বিশ্বাস না করে, তবে সে পথভ্রষ্ট, হে সাহাবীগণ! তোমরা হলে সকল জ্বীন ও মানুষের ঈমানের মানদণ্ড। (তাফসীরে নঈমী, পারা ১, সূরা বাকারা, আয়াত ১২৭, ১/৭৭৫)
اَللهُ اَكْبَرُ ভেবে দেখুন, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان যারা আমাদের ঈমানের মাপকাঠি, যাদেরকে দেখে, যাদের জীবনী পড়ে, যাদের নিয়মনীতি জেনে আমাদেরকে আমাদের ঈমান মজবুত করতে হবে, তাদের কল্যাণকর আলোচনা কি করা হবে না? لَا حَوْلَ وَ لَا قُوَّۃَ اِلَّا بِاللهِ
আল্লাহ
পাক আমাদের সকলকে মূর্খতা থেকে হেফাজত করুন। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان তো নবীগণের পর শ্রেষ্ঠতম
সৃষ্টি, তাঁদের আলোচনাও করতে হবে, তাঁদের কল্যাণকর আলোচনাও করা হবে, তাঁদের নামে মসজিদও নির্মিত হবে, তাঁদের দিবসগুলোও পালিত হবে এবং
اِنْ
شَآءَ الله তাঁদের
স্লোগানও দেয়া হবে, আজ পর্যন্ত সাহাবায়ে কিরাম
عَلَیْہِمُ
الرِّضْوَان এর
আলোচনা বন্ধ হয়নি,
কিয়ামত পর্যন্তও
এই আলোচনা বন্ধ হবে না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি