Book Name:Faizan e Ameer e Muawiya
সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা, ২. ঝগড়ায় মিথ্যা বলা এবং ৩. মানুষের মধ্যে মীমাংসা করানোর জন্য মিথ্যা বলা । (তিরমিযী, হাদীস ১৯৪৫, ১/৩৭৭) * তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা জায়িয অর্থাৎ তখন গুনাহ নয়। (১) যখন অত্যাচারী অত্যাচার করার ইচ্ছা পোষণ করে তখন তার অত্যাচার থেকে বাঁচার জন্য জায়িয। (২) দুজন মুসলমানের মধ্যে বিরোধ রয়েছে এবং তাদের মধ্যে মীমাংসা করাতে চাইলে, যেমন একজনকে এটা বলা যে, সে তোমাকে ভালো মনে করে, তোমার প্রশংসা করে অথবা সে তোমাকে সালাম পাঠিয়েছে এবং অপরের কাছেও এরকম কথা বলা, যাতে উভয়ের শত্রুতা দূর হয়ে যায় এবং মীমাংসা হয়ে যায়। (৩) স্বামীর তাঁর স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলতে পারবে। (বাহারে শরীয়ত, ১৬/৫১৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মীমাংসা করানোর অবশিষ্ট মাদানী ফুল শেখা শেখানোর হালকায় বয়ান করা হবে অতএব সেগুলো জানতে শেখা শেখানোর হালকায় অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দরূদ শরীফ
পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ৬৫ পৃষ্ঠা)