Book Name:Faizan e Ameer e Muawiya
এগুলো কখনো গোপন না করার বরং সেগুলোর আলোচনা চালিয়ে যাওয়ার। আসুন! তাওরাত শরীফে অবতীর্ণ হওয়া একটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী শ্রবণ করি!
তাওরাত শরীফ থেকে একটি নাতে মুস্তফা
ইমাম হাকীমের মুস্তাদরাকে হাদীসে পাক রয়েছে: মুসলমানদের চতুর্থ খলিফা আমীরুল মু'মিনীন মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একবার বনী ইসরাঈলের মধ্য থেকে এক ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে এসে ইসলাম গ্রহণ করলো এবং সে তাওরাতে লিখিত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কিছু গুণাবলীও বর্ণনা করল। সে বললো: হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! তাওরাত শরীফে আপনার গুণাবলী কিছুটা এরূপ রয়েছে: مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ مَوْلِدُہٗ بِمَکَّۃَ وَ مُہَاجَرُہٗ بِطَیْبَۃَ وَ مُلْکُہٗ بِالشَّام মুহাম্মাদ বিন আব্দুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, মক্কা শরীফ হবে তাঁর জন্মস্থান, তায়্যিবা হবে তার হিজরতের স্থান এবং সিরিয়া হবে তাঁর রাজত্বের স্থান।
(মুস্তাদরাক, ৩/৫২৬, হাদীস: ৪৩০০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এবার আমাদেরকে এই নাতে মুস্তাফাটি একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাওরাত শরীফে বয়ান করা হয়েছে: ১. مَوْلِدُہٗ بِمَکَّۃَ অর্থাৎ জন্মস্থান মক্কা শরীফে, এটি একেবারেই সুস্পষ্ট যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। ২. তারপর ইরশাদ হয়েছে: مُہَاجَرُہٗ بِطَیْبَۃَ তায়্যিবা হবে তাঁর হিজরতের স্থান। এটাও সবাই জানে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা থেকে হিজরত করে মদীনায় তাশরীফ নিয়ে আসেন। ৩. তৃতীয় নাম্বরে ইরশাদ হয়েছে وَ مُلْکُہٗ بِالشَّام অর্থাৎ সিরিয়া হবে তাঁর রাজত্বের স্থান।
এ বিষয়টি স্পষ্টতই অদ্ভুত, কারণ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র জাহেরী হায়াতে সিরিয়ার দেশে অমুসলিমদের শাসন ছিল এবং শেষ পর্যন্ত সেখানে অমুসলিমদের শাসন ছিল। অর্থাৎ এমনিতে তো রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমগ্র বিশ্বজগতের মালিক, কিন্তু দৃশ্যত দিক দিয়ে ৬৩ বছরের বরকতময় জীবনে সিরিয়া কখনই তাঁর রাজত্বের স্থান ছিল না, তাহলে তাওরাত শরীফে কিভাবে বলা হয়েছে যে, وَ مُلْکُہٗ بِالشَّام (সিরিয়া হবে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রাজত্বের স্থান?)
আসুন! এ প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের দিকে
তাকানো যাক; * প্রিয় নবী, মক্কী
মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
বাহ্যিক
জীবদ্দশায় মদীনা শরীফেই অবস্থান করেন * তাঁর
পর হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ
মুসলমানদের
প্রথম খলিফা হন তখনও খেলাফতের রাজধানী মদীনাই ছিল। * এরপর
হযরত উসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ তৃতীয়
খলিফা হন,
তখনও
খেলাফতের রাজধানী মদীনাই ছিল। * অতঃপর
মাওলা আলী
رَضِیَ اللهُ عَنْہُ চতুর্থ
খলিফা,
তিনি
কুফাকে খেলাফতের রাজধানী করেন,