Book Name:Faizan e Ameer e Muawiya
চমৎকার ভালোবাসা
দেখে আল্লাহর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে উম্মে হাবীবা! তুমি কি মুয়াবিয়াকে ভালবাসো? আরয করলেন: ইনি আমার ভাই, তাকে কেন ভালবাসবো না? জান্নাতের মালিক প্রিয় নবী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ
করলেন: আল্লাহ এবং রাসূলও মুয়াবিয়াকে ভালোবাসেন। (ইবনে আসাকীর, ৫৯/৮৯)
আব্দুল্লাহ ইবনে উমর رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; অদৃশ্যের জ্ঞানী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এখন তোমাদের কাছে একজন জান্নাতী ব্যক্তি আসবে। তখন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হলেন, দ্বিতীয় দিন পুনরায় এরূপ ইরশাদ করলেন: এখন তোমাদের নিকট একজন জান্নাতী ব্যক্তি আসবে, সেদিনও হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হলেন, তৃতীয় দিন পুনরায় ইরশাদ করলেন: এখন তোমাদের কাছে একজন জান্নাতী ব্যক্তি আসবে। তৃতীয় দিনও হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হলেন। (মুসনাদুল ফেরদৌস, ৫/৪৮২, হাদীস ৮৮৩০)
আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ হলেন হাদী ও মাহদী
তিরমিযী শরীফে রয়েছে; হযরত আব্দুর রহমান ইবনে আবু উমাইর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم হযরত
আমীরে মুয়াবিয়া
رَضِیَ
اللهُ عَنْہُ এর
পক্ষে এরূপ দোয়া করেছেন: اَللّٰہُمَّ اجْعَلْہُ ھَادِیًا مَہْدِیاً وَاهْدِ بِہٖ হে আল্লাহ পাক! মুয়াবিয়াকে
হাদী অর্থাৎ অপরকে হাদী (অর্থাৎ অপরকে হেদায়েত প্রদানকারী) বানাও, হেদায়েত প্রাপ্তও
বানাও এবং তাঁর মাধ্যমে মানুষকে হেদায়েত দান করো। (তিরমিযী, পৃষ্ঠা ৮৬৬, হাদীস ৩৮৪৬)
দোয়ায়ে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ব্যাখ্যা
হে
আশিকানে রাসূল! এই ঈমান উদ্দীপক দোয়ায়ে মুস্তফা
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم টি
বোঝা প্রয়োজন। সর্বপ্রথম এ বিষয়টি মাথায় রাখতে হবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন
مُسْتَجَابُ
الدَّعْوات, অর্থাৎ
যার দোয়া কবুল হয়,
বরং * তাঁর মহিমা তো এই যে, যদি আকাশের দিকে তাকান, তাহলে আল্লাহ পাক কিবলা পরিবর্তন
করে দেন।
প্রিয়
নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
মহিমা এই যে, * তিনি
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঙ্গুল
তুললে চাঁদ দুই টুকরো হয়ে যায় * হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم ইশারা
করলে আল্লাহ পাক অস্তমিত সূর্য পুনরায় উদয় করে দেন * একটু ভাবুন! যে আল্লাহ পাক তাঁর
মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
ইশারার এত মূল্যায়ন করেন, সেই আল্লাহ পাক তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم মুখ
থেকে বের হওয়া দোয়ার কতটুকু মূল্যায়ন করবেন...!