Faizan e Ameer e Muawiya

Book Name:Faizan e Ameer e Muawiya

          এখন দেখুন! প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مُعَاوِیَۃُ بْنُ اَبِی سُفْیَان اَحْلَمُ اُمَّتِی وَ اَجَوَدُهَا এবং মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আমার উম্মতের মধ্যে সর্বাধিক সহিষ্ণু ও দানশীলএ থেকে  প্রতীয়মান হয় যে, * হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর ক্রোধের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে * তিনি অহংকার থেকে পবিত্র * তিনি পার্থিব মোহ থেকে সম্পূর্ণ পৃথক * কেবল আখেরাতের প্রত্যাশী * তিনি হিংসা ও অভ্যন্তরীণ সকল রোগ থেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং সকল ভ্যন্তরীণ গুণাবলীতে পরিপূর্ণ

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ  আহলে বাইতের ভালোবাসা

ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি

আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা

          হযরত ইবনে বুরাইদাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট এলেন। হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: আজ আমি আপনাকে এমন উপহার প্রদান করব, যা কেউ কখনো কাউকে দেয়নি। অতঃপর হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ চার লাখ দিরহাম উপস্থাপন করেন। (সিয়ারু আলামিন নুবালা, ৪/৩০৯)

 

          প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, হাকীমুল উম্মত মুফতি আহমাদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্ধৃত করেন: একবার হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট ৪০ কোটি টাকা উপহার স্বরূপ উপস্থাপন করেন। যখন হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ হযরত আমীর মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ নিকট আসতেন, তখন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ তাঁকে তাঁর জায়গায় বসাতেন, নিজে তাঁর সামনে হাত বেধে দাঁড়িয়ে থাকতেন, কেউ জিজ্ঞেস করলো: আপনি এমনটি কেন করেন? তদুত্তরে তিনি বলেন: হযরত ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবীর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিচ্ছবি, আমি এই প্রতিচ্ছবির সম্মান করছি।

(মিরআতুল মানাযি, ৮/৪৬১)

 

হাসনাইন কারীমাইনকে স্বাগত জানানোর চমৎকার ধরন

          হযরত মুহাম্মদ বিন ইয়াকুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখনই ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ অথবা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে হযরত আমীরে মুয়াবিয়ার رَضِیَ اللهُ عَنْہُ সাক্ষাৎ হতো, তখন তাঁদেরকে স্বাগত জানাতে গিয়ে বলতেন: مَرْحَباًوَ اَھْلاً بِاِبْنِ رَسُولِ الله অর্থাৎ স্বাগতম! অভিনন্দন হে শাহজাদায়ে মুস্তফা (ত্বাবকাতে ইবনে সাদ, ৬/৪০৯)