Book Name:Faizan e Ameer e Muawiya
হেদায়েতের ব্যাপারে মানুষ তিন প্রকার
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এখন দেখুন! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য কত সুন্দর দোয়া করেছেন: اَللّٰہُمَّ اجْعَلْہُ ھَادِیًا مَہْدِیاً হে আল্লাহ পাক! মুয়াবিয়াকে হাদীও বানিয়ে দাও, মাহদীও বানিয়ে দাও (অর্থাৎ তিনি নিজেও হেদায়তপ্রাপ্ত হবেন, অপরকেও হেদায়েত প্রদান করবেন)।
ওলামায়ে কিরাম বলেন: মানুষের
মধ্যে তিন প্রকার লোক আছে: ১. কিছু লোক এমন রয়েছে যারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত কিন্তু
অন্যকে হেদায়েত দেয় না,
এমন কত বেনামী
নেক বান্দা রয়েছেন যারা সৃষ্টি থেকে নিজেকে দূরে রেখেছে, গুহায় ইবাদতে রত রয়েছে, তারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত কিন্তু
অন্যকে হেদায়েত করে না। ২. কিছু লোক এমন রয়েছে যারা অন্যদের হেদায়েত করে নেকীর দাওয়াত
দেয়, বয়ান করে, দরস দেয়, ভাল কথা বলে, কিন্তু তারা নিজেরাই হেদায়েতপ্রাপ্ত
হয়না, তারা নিজেরাই গুনাহ করে।
৩. তৃতীয় প্রকারের লোক হলো তারা যারা নিজেরাও হেদায়েতপ্রাপ্ত অন্যদেরকেও হেদায়েত করে। এরাই হলো সর্বোত্তম লোক,
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আমীরে মুয়াবিয়া
رَضِیَ
اللهُ عَنْہُ সম্পর্কে
এই দোয়াটিই করেছিলেন যে,
হে আল্লাহ পাক! মুয়াবিয়াকে সর্বোচ্চ পর্যায়ে রাখো!
তাঁকে হেদায়েতপ্রাপ্তও বানাও এবং হেদায়েতকারীও বানাও। (ফাযায়িলে মুয়াবিয়া, ৭২
পৃষ্ঠা)
হাদী ও হেদায়ত প্রাপ্তদের ফযীলত
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আমরা জানতে পারলাম যে, যেই ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত এবং অপরকে হেদায়েত করে, সে অন্য
দুই ধরনের লোকের চেয়ে উত্তম, কিন্তু
এ বান্দার নিজের অবস্থা কী?
শায়খ আব্দুল
কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই ব্যক্তি (যে নিজে হেদায়েতপ্রাপ্ত
এবং অন্যকে হেদায়েত করে) সে আল্লাহ পাকের মারেফত লাভকারী * তাঁরা সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ
পাক তাঁর আয়াতসমূহের জ্ঞানী বানিয়েছেন। * তাঁর অন্তরে দুর্লভ জ্ঞানের মুক্তা স্থাপন করা হয়েছে * তাঁরা প্রিয়ভাজন বান্দা
* তাঁরা মকবুল বান্দা * আল্লাহ পাক তাদেরকে হেদায়েত
দান করেছেন * আল্লাহ পাক তাঁদেরকে নিজের
সান্নিধ্য উন্নতি দান করেছেন * জ্ঞানের জন্য তাঁদের বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন,
* তাঁকে নেকীর দাওয়াত প্রদানকারী, * আযাবের প্রতি ভীতি প্রদর্শনকারী
* তাঁরা আম্বিয়ায়ে
কিরামের عَلَیْهِمُ
السَّلَام সত্যিকারের
প্রতিনিধি। (শরহে
ফুতুহুল গাইব, ৩৫৩ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! একটু ভাবুন, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য কয়েকটি বাক্য সম্বলিত দোয়া করেছিলেন এবং এই চারটি শব্দে কেমন কেমন ফযীলত চেয়ে নিয়েছেন...! سُبْحٰنَ الله
দোয়ায়ে মুস্তফা সম্পর্কে ঈমান উদ্দীপক পয়েন্ট