Faizan e Ameer e Muawiya

Book Name:Faizan e Ameer e Muawiya

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২৩ জানুয়ারী ২০২৫ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

মীমাংসা করানোর অবশিষ্ট মাদানী ফুল

          * যে ব্যক্তি মানুষের মধ্যে মীমাংসা করাবে আল্লাহ পাক তার প্রতিটি বাক্যের বিনিময়ে একটি গোলাম মুক্ত করার সাওয়াব দান করবেন এবং তার পূর্ববর্তী সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন(আত তারগীব ওয়াত তারহীব, নাম্বার , ৩/৩২১) * সর্বোত্তম সদকা হলো অসন্তুষ্ট লোকদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া (আত তারগীব ওয়াত তারহীব, ৩/৩২১) * উত্তম চরিত্র এবং উত্তম আমলের মধ্যে মানুষের মধ্যে মীমাংসা করানোও অন্তর্ভুক্ত। (ইহইয়াউল উলুম, ২/১২৬৬) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মুসলমানদের মধ্যে মীমাংসা করানো জায়িয, তবে সেই মীমাংসা (জায়িয নয়) যা হারামকে হালাল করে দেয় অথবা হালালকে হারাম করে দেয়(আবু দাউদ, ৩/৪২৫, হাদীস ৩৫৯৪) যেমন; স্বামী স্ত্রীর মধ্যে এভাবে মীমাংসা করানো যে, স্বামী যেন সেই মহিলার  সতীনের কাছে না যায় অথবা ঋণগ্রস্ত মুসলমান এতটুকু পরিমাণ মদ ও সুদ তার অমুসলিম ঋণদাতাকে দেওয়া প্রথম ক্ষেত্রে হালালকে হারাম করা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হারামকে হালাল করা হয়েছে, এই ধরনের মীমাংসা করানো হারাম, যা ভঙ্গ করা ওয়াজিব(মিরআতুল মানাযি, ৪/৩০৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

জ্বলে কিংবা পুড়ে গেলে পাঠ করার দোয়া

          দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী জ্বলে কিংবা পুড়ে গেলে পাঠ করার দোয়া মুখস্ত করানো হবে দোয়াটি হলো:

اَذْھِبِ الْبَاْسَ رَبَّ النَّاسِ ط اِشْفِ اَنْتَ الشَّافِی لَا شَافِی اِلَّا اَنْتَ۔

          অনুবাদ: হে সমস্ত মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দাও, সুস্থতা দান করো, একমাত্র তুমিই আরোগ্য দানকারী। তুমি ছাড়া আরোগ্য দানকারী নাই। (মাদানী পাঞ্জেসূরা, ১৯৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।

১.  আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।