Book Name:Faizan e Ameer e Muawiya
* অতঃপর ইমাম হাসান মুজতবা رَضِیَ اللهُ عَنْہُ পঞ্চম খলিফা হন তখনও খেলাফতের রাজধানী কুফাই ছিল। * এখানে এসে খেলাফতে রাশেদার ত্রিশ বছরের সময়কাল পূর্ণ হলো, অতঃপর ইসলামে রাজত্বের সূচনা হয় এবং ইসলামের ইতিহাসে যিনি সর্বপ্রথম বাদশাহ হোন তিনি হলেন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ। হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُই হলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি সিরিয়াকে রাজত্বের রাজধানী ঘোষণা করেন, ইসলামের ইতিহাসে এর পূর্বে কখনো সিরিয়া দেশটিকে রাজধানী বানানো হয়নি।
অতএব
জানা গেল যে, তাওরাতে যা বলা হয়েছিলো
যে,
وَ
مُلْکُہٗ بِالشَّام প্রিয়
নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
রাজত্বের স্থান হবে সিরিয়া দেশ। প্রিয় নবীর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم উসিলায়
এটি হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ রাজত্বের একটি বর্ণনা, যা তাওরাত শরীফে মুস্তফার গুণাবলীতে
নাতে মুস্তফা হিসাবে বর্ণনা করা হয়েছে।
سُبْحَانَ الله! হে আশিকানে সাহাবী ও আহলে বাইত! হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর মাহাত্ম্য ও মহিমার প্রতি উৎসর্গ হোন, আল্লাহ পাক তাঁর রাজত্বকে প্রিয় নবীর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাজত্ব হিসেবে ঘোষণা করেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! এই সম্পূর্ণ ব্যাখ্যা দ্বারা তিনটি ঈমান উদ্দীপক মাদানী ফুল শেখা যায়!
(১) সাহাবীদের কৃতিত্ব প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৃতিত্ব
সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ
الرِّضْوَان কৃতিত্বের আলোচনা শুধু তাঁদের কৃতিত্বের
আলোচনা নয়, বরং নাতে মুস্তফাও বটে। দেখুন! হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ
اللهُ عَنْہُ সাহাবী, আল্লাহ
পাক তাওরাত শরীফে তাঁর রাজত্বের কথা উল্লেখ করেছেন, কিন্তু কিভাবে? তাঁর
কথা উল্লেখ করে? না, না, আল্লাহ পাক তাঁর
প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
এর
গুণাবলী বর্ণনা করেছেন এবং এই গুণের দর্পণে পরিণত হয়েছেন হযরত আমীরে মুয়াবিয়া
رَضِیَ اللهُ عَنْہُ। জানা
গেল,
আমরা
যদি সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان
মহিমা
বর্ণনা করি, তাহলে তা শুধু সাহাবায়ে কিরামের মহিমার বর্ণনা নয়, বরং নাতে
মুস্তফার আলোচনাও বটে, * যখন আমরা
হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ
এর
মহিমা বর্ণনা করি, * হযরত
ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ এর মহিমা
বর্ণনা করি * হযরত উসমান গণি
رَضِیَ اللهُ عَنْہُ এর মহিমা
বর্ণনা করি * হযরত মাওলা আলী
رَضِیَ اللهُ عَنْہُ এর মহিমা
বর্ণনা করি * হযরত আমীরে মুয়াবিয়া
رَضِیَ اللهُ عَنْہُ এর মহিমা
বর্ণনা করি * যে কোনো
সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর মহিমা বর্ণনা
করি, তবে তা সাহাবায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام
মহিমা
তো অবশ্যই, এর পাশাপাশি প্রিয় নবীর صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রশংসাও বটে,