Faizan e Ameer e Muawiya

Book Name:Faizan e Ameer e Muawiya

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লুকিয়ো না...

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নবী হযরত ইয়াকুব
عَلَیْہِ السَّلَام এর বংশধরদেরকে বনী ইসরাঈল বলা হয়, সূরা বাকারার ৪২ নং আয়াতে আল্লাহ পাক বনী ইসরাঈলদের উদ্দেশ্যে ইরশাদ করেন:

وَ لَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَ تَکْتُمُوا الْحَقَّ وَ اَنْتُمْ تَعْلَمُوْنَ (۴۲)

(পারা ১, সূরা বাকারা, আয়াত ৪২)                        কানযুল ঈমান থেকে অনুবাদ: আর সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না আর দেখে-জেনে সত্যকে গোপন করো না।

 

          উক্ত আয়াতে বনী ইসরাঈলদের দু'টি কাজ করতে নিষেধ করা হয়েছে: ১. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করতে এবং ২. সত্যকে গোপন না করতে

          উক্ত আয়াতে করীমায় সত্য শব্দটি দু'বার ব্যবহার করা হয়েছে। এই স্থানে সত্য দ্বারা উদ্দেশ্য কী? তা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসীরগণ বলেন: نَعْتُ مُحَمَّدٍ فِی التَّوْراۃِ অর্থাৎ এ স্থানে সত্য দ্বারা উদ্দেশ্য হলো; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঐ গুণাবলী, যা আল্লাহ পাক তাওরাত শরীফে অবতীর্ণ করেছেন। (হাশিয়াতুস সাভী আলা তাফসীরে জালালাইন, পারা ১, সূরা বাকারা, আয়াত ৪২, ১/৬৭) অতএব বনী ইসরাঈলকে নির্দেশ দেয়া হয়েছে যে, হে তাওরাতের প্রতি ঈমানের দাবীদারগণ! আমি তাওরাত শরীফে আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও মাহাত্ম্য বর্ণনা করেছি, আমার নবীর প্রশংসা তাওরাত শরীফে বর্ণনা করেছি, এখন তোমাদের উপর আবশ্যক হলো, তোমরা আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসায় নিজের পক্ষ থেকে কোন মিথ্যা মিশ্রিত করবে না এবং আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসা গোপন করবে না! বরং যথাসম্ভব আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসার চর্চা করো....! 

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এখান থেকে অনুমান করুন! কত সৌভাগ্যবান সেই মানুষগুলো, যারা মুস্তফার গুণাবলী ব্যাপকভাবে আলোচনা করেন, আন্দোলিত হয়ে নাত পাঠ করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে নাতে মুস্তাফার প্রতি গভীর ভালোবাসা দান করুন।

          হে আশিকানে রাসূল! আল্লাহ পাক তাওরাত শরীফে প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যে গুণাবলী বর্ণনা করেছেন, বনী ইসরাঈলকে নির্দেশ দেয়া হয়েছে যে,