Book Name:Faizan e Ameer e Muawiya
হে
আশিকানে রাসূল! * হযরত
আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ হলেন
সর্বপ্রথম ইসলামী বাদশাহ অর্থাৎ ইসলামী ইতিহাসের সর্বপ্রথম বাদশাহ * মক্কা শরীফের বিখ্যাত সর্দার
হযরত আবু সুফিয়ান رَضِیَ اللهُ عَنْہُ এর সন্তান * তাঁর নাম মুয়াবিয়া * উপনাম আবু আব্দুর রহমান
এবং
* নাসিরুদ্দীন (অর্থাৎ দ্বীনের
সাহায্যকারী), নাসিরুল হক (অর্থাৎ সত্যের
সাহায্যকারী) হলো তার উপাধি। * হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ রাসূলুল্লাহ صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নবুওয়াত
ঘোষণার পাঁচ বছর পূর্বে মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। * তিনি দীর্ঘ আকৃতির ছিলেন * রঙ ছিল সাদা এবং অত্যন্ত
সুন্দর * তাঁর ব্যক্তিত্ব ছিল প্রভাবশালী
* মাথা এবং দাঁড়িতে মেহেদি
লাগাতেন * অত্যন্ত সহনশীল, গম্ভীর্যময়, সম্পদশালি, লোকদের সর্দার, দয়াশীল এবং ন্যায়পরায়ন ছিলেন * আল্লামা হুসাইন ইবনে মুহাম্মদ
দীয়ার বাকরী رَضِیَ اللهُ
عَنْہُ বলেন:
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ প্রভাবশালী, দূরদর্শী, সাহসী, উদার
ও ধৈর্যশীল বাদশাহ ছিলেন।
* হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ
عَنْہُ হুদায়বিয়ার
সন্ধির দিন অর্থাৎ তিনি ৬ হিজরীতে ইসলাম গ্রহণ করেন। (ফয়যানে আমীরে মুয়াবিয়া, পৃষ্ঠা ১৫-১৬-১৭-২৫)
জিবরাঈল عَلَیْہِ السَّلَام সালাম জানালেন
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অন্যতম বিশ্বস্ত সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان যাদেরকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুরআন শরীফ লেখার দায়িত্ব দিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম একজন হলেন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: একদিন হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام প্রিয় নবীর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুয়াবিয়াকে আমার সালাম বলবেন, তিনি আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন শরীফের এবং ওহীর আমানতদার।
প্রিয়
ইসলামী ভাইয়েরা! জান্নাতী সাহাবী হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এটিও একটি সৌভাগ্য অর্জন
করেছিলেন যে, তিনি প্রিয় নবী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
পবিত্র সহধর্মিনী অর্থাৎ সমস্ত মুসলমানের আম্মাজান হযরত উম্মে হাবীবা رَضِیَ اللهُ
عَنْہَا এর
আপন ভাই ছিলেন। এজন্য ওলামায়ে কিরাম হযরত আমীরে
মুয়াবিয়া رَضِیَ
اللهُ عَنْہُ কে
মুসলমানদের মামা বলেছেন।
আল্লাহ ও রাসূল মুয়াবিয়াকে ভালোবাসেন
ইবনে আসাকীরে বর্ণিত রয়েছে: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উম্মে হাবীবা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে এলেন, তখন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُও সেখানে ছিলেন এবং তাঁর প্রিয় বোন অর্থাৎ উম্মে হাবীবা رَضِیَ اللهُ عَنْہَا তাঁর মাথা আঁচড়াচ্ছিলেন। ভাই বোনের এই