Imam e Azam Ki Mubarak Aadatein

Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নফল রোযা

          শাবানুল মুয়াযযমের তৃতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নফল রোযা। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রমযানের পর শাবানুল মুয়াযযমে সবচেয়ে বেশি রোযা রাখা পছন্দ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আল্লাহ পাকের শেষ নবী মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আমি শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি রোযা রাখতে দেখিনি। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কয়েকদিন ব্যতীত সম্পূর্ণ মাস রোযা রাখতেন। (তিরমিযী, ২০৬ পৃষ্ঠা, হাদীস ৭৩৬) একদা তাঁর খেদমতে প্রশ্ন করা হলো: রমযানের পর কোন রোযা উত্তম? ইরশাদ করলেন: রমযানের সম্মানার্থে শাবান মাসের রোযা রাখা। (তিরমিযী, ১৮৯ পৃষ্ঠা, হাদীস ৬৬৩২)

 

অধিক হারে ইস্তিগফার

          চতুর্থ গুরুত্বপূর্ণ যে ইবাদত শাবান মুয়াযযমে করা উচিত, তা হলো তাওবা ও ইস্তিগফার, এর রহস্য হলো যে, শাবান মাস যেমন মহিমান্বিত, তেমনি অত্যন্ত স্পর্শকাতরও বটে, হাদীসে বলা হয়েছে: এটি ঐ মাস, যার প্রতি মানুষ উদাসীন, অথচ এ মাসে মানুষের আমল নামা আল্লাহ পাকের নিকট উপস্থাপন করা হয়। (মুসনাদে আহমদ, ৩৬/৮৫, হাদীস ২১৭৫৩) * এ মাসে মালাকুল মাউত عَلَیْہِ السَّلَام কে তাদের সবার তালিকা দেয়া হয় যাদের রূহ আগামী বছর কবয করা হবে। (জামে সগীর, পৃষ্ঠা ৩৬৯, হাদীস ৫৯৬৪) * এই মাসের ১৫ তারিখ রাতে আল্লাহ পাক বনু কলবের ছাগল পালের পশমের সমান মানুষকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দেন।

(আত তারগীব ওয়াত তারহীব, ৩৫১ পৃষ্ঠা, হাদীস ১১)

          আল্লাহ পাক আমাদের এই মুবারক মাসে বেশি থেকে বেশি পরিমাণে ইস্তিগফার করার তৌফিক দান করুন

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

২৮ নং নেক আমলের প্রতি উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার হতে, গুনাহ থেকে বিরত থাকতে, নেক কাজে অবিচল থাকতে এবং তাওবা ও ইস্তিগফারের মানসিকতা লাভ করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণ করুন, এর বরকতে দ্বীন ও দুনিয়ার অগণিত কল্যাণ নসীব হবে। যেলি হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমল পুস্তিকা পূরণ করা। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে ২৮ নাম্বার নেক আমলটি হলো: আপনি কি আজ আল্লাহর পানাহ, গুনাহ সম্পাদন হওয়ার ক্ষেত্রে অবিলম্বে তাওবা করেছেন? (হায়! যদি দৈনিক অন্তত ৭০ বার ইস্তিগফার করার সৌভাগ্য নসিব