Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়। (আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৯, হাদীস ৩০)
جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ৩০ জানুয়ারী ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
নফল রোযা সংক্রান্ত অবশিষ্ট মাদানী ফুল
* পিতা-মাতা যদি সন্তানকে নফল রোযা রাখতে নিষেধ করে যে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে পিতা মাতার আনুগত্য করবে। (রদ্দুল মুখতার, ৩/৪১৪) * স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল রোযা রাখতে পারবে না। (রদ্দুল মুখতার, ৩/৪১৫) * নফল রোযা জেনে বুঝে শুরু করে দিলে তা সম্পূর্ণ করা ওয়াজিব হয়ে পড়ে, যদি ভেঙে ফেলে তাহলে কাযা রাখা ওয়াজিব হবে। (রদ্দুল মুখতার, ৩/৪৭৩) * কর্মচারী বা শ্রমিক যদি নফল রোযা রাখে তাহলে কাজ সম্পন্ন করতে পারবে না, এক্ষেত্রে মালিকের অনুমতি আবশ্যক, আর যদি কাজ সম্পন্ন করতে পারে তবে অনুমতির প্রয়োজন নেই। (রদ্দুল মুখতার, ৩/৪৭৮) * ইলমে দ্বীনের ছাত্র যদি তার জ্ঞান অর্জনে সামান্যতম সমস্যা ও অনুভব করে তবে সে নফল রোযা রাখবে না বরং সাপ্তাহিক ছুটির দিন রোযা রাখবে এবং মাদানী কাফেলার মুসাফিরগণ সামান্য দূর্বলতা অনুভব করলে তারাও নফল রোযা রাখবে না, যাতে দ্বীনি জ্ঞান অর্জন এবং নেকীর দাওয়াতের উত্তম কাজে দূর্বলতা প্রতিবন্ধক না হয়।