Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কোটি কোটি হানাফীদের ইমাম, ইমামে আযম আবু হানীফা
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুবারক জীবদ্দশায় ৫৫ হজ্জ করেছেন, যখন তিনি
শেষবার হজ্জের সৌভাগ্য লাভ করেন তখন তাঁর মনোবাসনা অনুযায়ী কাবা শরীফের খাদিম
কাবা শরীফের দরজা খুলে দিলো, তিনি বিনয়ের প্রতিচ্ছবি হয়ে ভেতরে প্রবেশ
করলেন এবং কাবা শরীফের দুটি স্তম্ভের মাঝখানে দাঁড়িয়ে ২ রাকাত নামাযে সম্পূর্ণ কুরআন খতম
করলেন। নামায ও তিলাওয়াত থেকে অবসর হয়ে তিনি দীর্ঘক্ষণ কান্নাকাটি করে আল্লাহ
পাকের নিকট দোয়া করতে রইলেন, তিনি এখনো দোয়ায় মশগুল ছিলেন, এমন সময় কাবার
এক কোণ থেকে আওয়াজ ভেসে এলো: তুমি খুব ভালো করে আমার মারেফত অর্জন করেছো এবং আন্তরিক ভাবে ইবাদত
করেছো,
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত যে তোমার মাযহাবের
অনুসরণ করবে তাকেও ক্ষমা করে দিলাম।
(দুররে মুখতার, ১/১২৬)
হে ইমামে আযমের প্রেমিকেরা! اَلْحَمْدُ
لِلّٰه আমরা কত সৌভাগ্যবান যে, হযরত ইমাম আযম رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এর আঁচল আমাদের হাতে আছে।
اِنْ شَآءَ الله এই দয়াময় আঁচলের উসিলায় কবর ও হাশরে, কিয়ামতের
দিন,
পুলসিরাতে অবশ্যই দয়া হবে এবং আল্লাহ পাক চাইলে মুস্তাফা জানে রহমত صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুপারিশে ইমামে আযমের পেছনে পেছনে
জান্নাতে প্রবেশ করবো।
আউলিয়ায়ে কিরামের অন্তরে ইলহাম হয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাবা শরীফের কোণ থেকে যে আওয়াজ শুনেছেন তাকে ইলহাম বলে। ইলহাম হচ্ছে সেই সত্য জ্ঞান, যা আল্লাহ পাক তাঁর বান্দাদের অন্তরে অদৃশ্য থেকে অবতরণ করেন এবং কখনো কখনো এমন হয় যে, ফেরেশতারা আল্লাহর ওলীদের সাথে কথা বলে। (আল ইয়াকুত ওয়াল জাওয়াহির, ৩৪২ পৃষ্ঠা) কুরআনে করীমে রয়েছে:
اِنَّ
الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْہِمُ
الْمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوْا وَ لَا تَحْزَنُوْا
وَ اَبْشِرُوْا بِالْجَنَّۃِ الَّتِیْ کُنْتُمْ تُوْعَدُوْنَ (۳۰)
(পারা ২৪, হামীম সিজদা, আয়াত ৩০) কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ওই সব লোক যারা বলেছে, ‘আমাদের রব আল্লাহ অতঃপর সেটার উপর স্থির রয়েছে, তাদের উপর ফিরিশতা অবতীর্ণ হয়! (আর বলে) ‘না ভীত হও এবং না দুঃখ করো এবং আনন্দিত হও এ জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হতো।