Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein
উক্ত আয়াতে করীম থেকে প্রতীয়মান হয় যে, সেই নেককার মুসলমান যারা ঈমান এনেছে, এর উপর অটল রয়েছে এবং এর চাহিদাসমূহ পূরণ করেছে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয়, তাদেরকে সুসংবাদ শোনায়। ওলামায়ে কিরাম উক্ত আয়াত দ্বারা আউলিয়া কিরামকে ইলহাম করার বিষয়টি প্রমাণ করেন।
(আল ইয়াকুত ওয়াল জাওয়াহির, ৩৪৪ পৃষ্ঠা)
মনে রাখবেন, ওহী হলো, যা আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام উপর অবতীর্ণ হয়, আর ইলহাম হলো, যা আউলিয়ায়ে কিরামের প্রতি করা হয়, উভয়টির মধ্যে নানা রকম পার্থক্য রয়েছে (১) ওহীতে শরয়ী আহকামও বর্ণনা হয়, পক্ষান্তরে ইলহাম, যা আউলিয়ায়ে কিরামকে করা হয়, তাতে শরয়ী আহকাম থাকে না, শুধুমাত্র সুসংবাদ হয়ে থাকে অথবা কোন অদৃশ্যের সংবাদ জানানো হয় কিংবা মাঝে মাঝে আউলিয়ায়ে কিরামের কোন কুরআনের আয়াত কিংবা হাদীস শরীফ ইত্যাদি বুঝতে সমস্যা হলে, তবে তাদেরকে ইলহামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। (২) নবী عَلَیْہِ السَّلَام ওহী নিয়ে আগত ফেরেশতাকে দেখেন, পক্ষান্তরে আল্লাহ পাকের ওলীরা ইলহাম প্রদানকারী ফেরেশতাকে দেখেন না, কেবল অদৃশ্য আওয়াজ শোনেন বা তাঁদের অন্তরে জ্ঞানের বাণী স্থাপন করা হয় (৩) ওহী শরয়ী দলীল হয়ে থাকে, পক্ষান্তরে ইলহাম সেই পর্যায়ের দলীল নয়। (আল ইয়াকুত ওয়াল জাওয়াহির, ৩৪২-৩৪৪ পৃষ্ঠা) যেমন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে কুরআনে পাকে জান্নাতী বলা হয়েছে, অতেএব সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان নিশ্চিত জান্নাতী, পক্ষান্তরে আমরা এখন যেই বর্ণনা শুনলাম, ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অনুসারীদের জন্য ইলহামের মাধ্যমে ক্ষমার সুসংবাদ দেওয়া হয়েছে, তা দ্বারা এটি বলা যাবে না যে, যারাই হানাফী মাযহাবের অনুসারী তারা নিশ্চিত জান্নাতী। তবে হ্যাঁ! এই ইলহামের বদৌলতে আল্লাহ পাকের রহমতে দৃঢ় আশা করা যায় যে, اِنْ شَآءَ الله যারাই ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আঁচল ধরেছেন, আল্লাহ পাক স্বীয় দয়ায় তাদেরকে ক্ষমা করে দিবেন।
মনে রাখবেন! আমাদের আক্বা
ও মাওলা মক্কী মাদানী মুস্তাফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন সর্বশেষ নবী, তাঁর পরে কিয়ামত
পর্যন্ত না কোন নতুন নবী আসবে এবং না কারো কাছে নবুওয়তের ওহী অবতীর্ণ হবে।
ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিরাজুল উম্মাহ (অর্থাৎ উম্মতের উজ্জ্বল সূর্য), ইমামুল আইম্মা (অর্থাৎ ইমামগণের ইমাম), হযরত ইমাম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক নাম হলো নোমান, তাঁর পিতার নাম সাবিত এবং উপনাম আবু হানীফা, এভাবে তাঁর পুরো নাম আবু হানীফা নুমান বিন সাবিত। ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৭০ হিজরীতে ইরাকের প্রসিদ্ধ শহর কুফায় জন্ম গ্রহণ করেন এবং ১৫০ হিজরীর ২রা শাবানুল মুয়াযযাম ৮০ বছর বয়সে ইন্তিকাল করেন। তাঁর মাযার বাগদাদ শরীফে অবস্থিত।
(অশ্রুর বারিধারা, ২ পৃষ্ঠা)