Imam e Azam Ki Mubarak Aadatein

Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein

দিয়েছে যে, এই মনীষীদের প্রতি আল্লাহ পাক সাধারণ ভাবে সন্তুষ্ট অর্থাৎ তাঁরা প্রথম ও অগ্রগামী বাকী রইলাম আমরা, তো আল্লাহ পাক দুটি শর্তে আমাদের প্রতি সন্তুষ্ট  হবেন: (১) একটি হলো যে, তাঁদেরকে নিজেদের নেতা মানা এবং (২) দ্বিতীয়টি হলো যে, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে সত্যের উপর প্রতিষ্ঠিত জানা, তাঁদেরকে নেককার, মুত্তাকী ও পরহেযগার মনে করা, তাঁদের দোষত্রুটি অন্বেষণ না করা। سُبْحٰنَ الله! এ থেকে জানা গেলো যে, কিয়ামত পর্যন্ত সেই মুসলমানরাই সত্যের উপর প্রতিষ্ঠিত, যারা সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان অনুসারী এবং তাঁদের গুণকীর্তনকারী, তাঁদের কল্যাণময় আলোচনাকারী, শুধুমাত্র তারাই জান্নাতীল্লাহ পাক তাঁদের প্রতি সন্তুষ্ট।

          আল্লাহ! আল্লাহ! যখন আল্লাহ পাক সাহাবায়ে কিরামের গোলামদের প্রতি সন্তুষ্ট তাহলে স্বয়ং তাঁদের প্রতি কতটা সন্তুষ্ট হবেন!!

(তাফসীরে নঈমী, পারা ১১, সূরা তাওবা, আয়াত ১০০, ১১/৩০-৩১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

চারজন ইমামই সত্য

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ফিকাহ শাস্ত্রের ৪জন ইমাম রয়েছেন
(১) ইমামে আযম (২) ইমাম মালিক (৩) ইমাম আহমদ বিন হাম্বল
(৪) ইমাম শাফেয়ী
رَحِمَہُمُ اللهُ السَّلَام তাঁদের মধ্যে পরস্পর দ্বীনি আহকাম নিয়ে মতভেদ অবশ্যই রয়েছে, তবে সবার আকীদা একেবারে বিশুদ্ধ, সবাই সুন্নী, বিশুদ্ধ আকীদা সম্পন্ন, সত্যিকারের আশিকে রাসূল, তাঁদের সবার ব্যাপারে হাদীসে সুসংবাদ এসেছে, যেমন; প্রিয় নবী, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এমন একটা যুগ আসবে, যখন মানুষ জ্ঞান অন্বেষণ করবে কিন্তু আলিমে মদীনার চেয়ে অধিক জ্ঞানী তারা কাউকে পাবে না। (তিরমিযী, ৬৩১ পৃষ্ঠা, হাদীস ২৬৮০) হাদীসে পাকে আলিমে মদীনা দ্বারা উদ্দেশ্য হলেন ইমাম মালিক  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ(তাবয়ীদুস সহীফা, ৩১ পৃষ্ঠা) একটি হাদীসে পাকে ইরশাদ হয়েছে: কুরাইশের একজন আলি  জমিনকে দ্বীনি জ্ঞানে পরিপূর্ণ করে দিবে (হিলয়াতুল আউলিয়া, ৬/৩২২, হাদীস ৮৭৮৭) এই হাদীসে পাকে কুরাইশের আলিম দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ (তাবয়ীদুস সহীফা, পৃষ্ঠা ৩২) অনুরূপ ভাবে আরেকটি হাদীস শরীফে রয়েছে: যদি জ্ঞান নক্ষত্রেও থাকে তবে পারস্যের লোক তা অর্জন করবে। (হিলয়াতুল আউলিয়া, ৬/৬৪, হাদীস৭৮০১) মুহাদ্দিসগণ বলেন: এই হাদীস শরীফে পারস্যের লোক দ্বারা উদ্দেশ্য হলো ইমামে আযম ইমাম আবু হানীফা  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ

(তাবয়ীদুস সহীফা, ৩২ পৃষ্ঠা)

 

ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের মহিমা

          হযরত আযহার ইবনে কায়সান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমার ভাগ্যের নক্ষত্র জেগে উঠলো, আমি স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত নসীব হলো, শায়খাইনে করীমাইন তথা হযরত আবু বকর ও মর رَضِیَ اللهُ عَنْہُمَاও সাথে ছিলেনআমি হযরত আবু বকর ও মর رَضِیَ