Imam e Azam Ki Mubarak Aadatein

Book Name:Imam e Azam Ki Mubarak Aadatein

اللهُ عَنْہُمَا এর খেদমতে আরয করলাম: আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট কিছু জিজ্ঞেস করতে চাই? বললেন: জিজ্ঞেস করে নাও তবে নিম্ন স্বরে। সুতরাং আমি আদব সহকারে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলাম: (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!) আবু হানীফার জ্ঞান সম্পর্কে কী ইরশাদ করবেন? ইরশাদ করলেন: هٰذَا عِلْمٌ اِنْفَتَحَ مِنْ عِلْمِ خِضْر অর্থাৎ আবু হানীফার জ্ঞান হলো এমন, যা হযরত খিযির عَلَیْہِ السَّلَام জ্ঞান থেকে বের হয়েছে। (আল খাইরাতুল হাসান, ৯৬ পৃষ্ঠা)

 

          سُبْحَانَ الله আমাদের ইমাম ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কী মহিমা...!! হযরত খিযির عَلَیْہِ السَّلَام এর জ্ঞান কেমন? তাও শুনে নিন, আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ عَلَّمْنٰہُ مِنْ لَّدُنَّا عِلْمًا (۶۵)

(পারা ১৫, সূরা কাহাফ, আয়াত ৬৫)             কানযুল ঈমান থেকে অনুবাদ: আর তাঁকে আপন ইলমে লাদুন্নীদান করেছি।

 

          জানা গেলো, হযরত খিযির عَلَیْہِ السَّلَام এর জ্ঞান হলো, লাদুনীর জ্ঞান (অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ  জ্ঞান), যেহেতু ইমাম আবু হানীফা
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও এই জ্ঞানের অংশ পেয়েছেন, তাই তাঁর জ্ঞানও লাদুনীর জ্ঞান 

 

আবু হানীফা কতোটা ভালো মানুষ...!!

          হযরত মুসাদ্দাদ ইবনে আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ইমাম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে  মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মনে করতাম, একদিন আমার উপর দয়া হলো, স্বপ্নে প্রিয় নবী, মক্কী মাদানী সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ নিয়ে এলেন, আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কুফার এক ব্যক্তি যাকে নোমান বিন সাবিত বলা হয়, তাঁর ব্যাপারে হুকুম কী? আমি কি তার থেকে জ্ঞান অর্জন করবো? ইরশাদ করলেন: তার কাছ থেকে জ্ঞানও অর্জন করো এবং তার আমল (অর্থাৎ চরিত্র ও আদর্শ) অনুসরণও করোতিনি আরো বলেন:
فَنِعْمَ الرَّجُلُ هُوَ অর্থাৎ আবু হানীফা অত্যন্ত ভালো লোক...! হযরত মুসাদ্দাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার চোখ খুলে গেলো, তখন আমি ইমামে আযম
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে মন্দ জানা থেকে তাওবা করলাম। (আল খাইরাতুল হাসান, ৯৭ পৃষ্ঠা)

 

 

 

 

ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিছু মুবারক অভ্যাস