Book Name:Qaroon Ko Naseehat
è বাংলোও বানাই è কোটি কোটি টাকাও জমা করি è হাজারো মেডেলও আমাদের নিকট জমা রয়েছে è দুনিয়ার প্রতিটি নেয়ামত আমাদের কাছে রয়েছে কিন্তু আমরা এই দুনিয়া থেকে যাওয়ার সময় সাথে কী নিয়ে যাবো? শুধুমাত্র ২টি কাফনের কাপড় আর ব্যস....!! শুধুমাত্র এগুলোই আমাদের অংশ, এই প্রসঙ্গে বলা হয়েছে যে, দুনিয়া থেকে নিজের অংশের কথা ভুলে যেও না! অর্থাৎ কাফনের কাপড়ের কথা স্মরণ রেখো!
বাদশাহদের শিক্ষনীয় কথা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা হলো বাস্তবতা, আমরা এই দুনিয়াতে যা-ই কিছু করি, যতো টাকাই ইনকাম করি, যতই জমা করি, সর্বশেষ আমাদের কাছে কী অবশিষ্ট থাকবে? সাথে কী নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবো? একটি কাফন...!!
ô খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান খুবই শান ও শওকত সম্পন্ন বাদশাহ ছিলো, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো: এই মূহুর্তে আপনি নিজেকে কেমন অনূভব করছেন? আব্দুল মালিক বিন মারওয়ান বললো: একদম সেরকমই অনূভব করছি, যেমনটি কুরআনে করীম বলেছে যে,
وَ لَقَدۡ جِئۡتُمُوۡنَا فُرَادٰی کَمَا خَلَقۡنٰکُمۡ اَوَّلَ مَرَّۃٍ وَّ تَرَکۡتُمۡ مَّا خَوَّلۡنٰکُمۡ وَرَآءَ ظُہُوۡرِکُمۡ ۚ
(পারা: ৭, সূরা আনআম, আয়াত: ৯৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চয় তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছো যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম এবং পৃষ্ঠ-পশ্চাতে ফেলে এসেছো যে ধন-সম্পদ আমি তোমাদেরকে দিয়েছিলাম।