Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

সেটা হলো তাঁর অনুগ্রহ è তিনি কাউকে গরীব রেখেছেন তো সেটা তাঁর বন্টন ব্যস মাথা নত রাখুন হাদিসে পাকে রয়েছে: مَنْ تَوَاضَعَ لِلّٰہِ رَفَعَہُ اللهُ অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উন্নতী দান করেন (মুজামুল আওসাত, /৩৮২, হাদিস: ৪৮৯৪)

 

          আল্লাহ পাক আমাদেরকে è ধন-সম্পদ è ভালো ব্যবহার
è উত্তম চরিত্র è বিবেক অন্যান্য নেয়ামতের ব্যাপারে অহংকার গর্ব এবং দাম্ভিকতার মধ্যে পতিত হওয়া থেকে হেফাযত করুন আর সর্বদা নিজের সুখ্যাতি কামনা করা থেকে বেঁচে থাকার বিনয় অবলম্বন করার তাওফিক দান করুন اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

(): কারূনকে দ্বিতীয় উপদেশ

হে আশিকানে রাসূল! বনী ইসরাইলের নেককার মুসলমানগণ কারূনকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলেন:

وَ ابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ

(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৬)                             

কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং আল্লাহ্‌ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো

 

          এটাও অসাধারণ উপদেশ, আল্লাহ পাক যা কিছু দান করেছেন ê ধন ê সম্পদ ê সুন্দর আকৃতি ê ভালো স্বাস্থ্য ê যৌবন ê নিঃশ্বাস ê যাই কিছুই আল্লাহ পাক দিয়েছেন, তা দ্বারা দুনিয়া নয় পরকাল তালাশ করুন!