Book Name:Qaroon Ko Naseehat
সেটা হলো তাঁর অনুগ্রহ è তিনি কাউকে গরীব রেখেছেন তো সেটা তাঁর বন্টন। ব্যস মাথা নত রাখুন। হাদিসে পাকে রয়েছে: مَنْ تَوَاضَعَ لِلّٰہِ رَفَعَہُ اللهُ অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উন্নতী দান করেন। (মু’জামুল আওসাত, ৩/৩৮২, হাদিস: ৪৮৯৪)
আল্লাহ পাক আমাদেরকে è ধন-সম্পদ è ভালো ব্যবহার
è উত্তম চরিত্র è বিবেক ও অন্যান্য নেয়ামতের ব্যাপারে অহংকার ও গর্ব এবং দাম্ভিকতার মধ্যে পতিত হওয়া থেকে হেফাযত করুন আর সর্বদা নিজের সুখ্যাতি কামনা করা থেকে বেঁচে থাকার ও বিনয় অবলম্বন করার তাওফিক দান করুন। اٰمِیْن
بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
(২): কারূনকে দ্বিতীয় উপদেশ
হে আশিকানে রাসূল! বনী ইসরাইলের নেককার মুসলমানগণ কারূনকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলেন:
وَ ابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ
(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৬)
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং আল্লাহ্ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো।
এটাও অসাধারণ উপদেশ, আল্লাহ পাক যা কিছু দান করেছেন ê ধন ê সম্পদ ê সুন্দর আকৃতি ê ভালো স্বাস্থ্য ê যৌবন ê নিঃশ্বাস ê যাই কিছুই আল্লাহ পাক দিয়েছেন, তা দ্বারা দুনিয়া নয় পরকাল তালাশ করুন!