Book Name:Qaroon Ko Naseehat
এমন নেয়ামত দান করেছেন সুতরাং তুমি এখন আর গুনাহ করিও না, এই নেয়ামতসমূহকে আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজে ব্যবহার করে জমিনে অশান্তি সৃষ্টি করিও না...!!
ধন-সম্পদ গুনাহের কাজে ব্যয় করার পরিণাম
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা থেকে প্রতীয়মান হলো; সম্পদ গুনাহের কাজে ব্যবহার করা খুবই ধ্বংসের কারণ। নিশ্চয় সম্পদ একটি নেয়ামত আর এই নেয়ামতের ব্যাপারেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। হাদিসে পাকে রয়েছে: লোক কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নিজের কদম রাখতে পারবে না, যতক্ষণ না এই পাঁচটি প্রশ্নের উত্তর দিবে না
(১) তুমি জীবন কিভাবে কাটিয়েছো? (২) যৌবন কিভাবে অতিবাহিত করেছো? (৩) সম্পদ কোথা থেকে অর্জন করেছো? (৪) তা কোথায় কোথায় ব্যয় করেছো? (৫) নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো?
(তিরমিযি, কিতাবু সিফাতুল কিয়ামত, বাবুল ফিল কিয়ামহ, ৫৭৪ পৃ:, হাদিস: ২৪১৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনোযোগ দিন। আহ! আজকাল অসতর্কতা খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আমরা হালাল পন্থায় সম্পদ উপার্জন করছি নাকি হারাম পন্থায়? এই বিষয়টির চিন্তা খুবই কম লোকই করে থাকে। অতঃপর সেই সম্পদ কোথায় খরচ হচ্ছে? সেটার চিন্তাও খুব কম লোকেরই হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে পরকালের চিন্তাভাবনা নসিব করুন। নিজের আয় ও ব্যয় সম্পর্কে খুব সতর্ক থাকা জরুরী। নতুবা এই সম্পদ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে ধন ও দৌলতের লোভ থেকে বেঁচে থাকার, আল্লাহ পাক আমাদেরকে যেই সম্পদ দান করেছেন, সেগুলোর