Book Name:Qaroon Ko Naseehat
(৪): কারূনকে চতুর্থ উপদেশ
প্রিয় ইসলামী ভাইয়েরা! বনী ইসরাইলের নেককার মুসলমানরা কারূনকে চতুর্থ উপদেশ দিতে গিয়ে বলেন:
وَ اَحۡسِنۡ کَمَاۤ اَحۡسَنَ اللّٰہُ اِلَیۡکَ
(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: পরোপকার করো যেমন তোমার উপর অনুগ্রহ করেছেন।
অর্থাৎ যেভাবে আল্লাহ পাক তোমার উপর অনুগ্রহ করেছেন, সেভাবে তুমিও দান-সদকা করে, নেক কাজে ব্যয় করে, গরীব, মিসকিনদের মনতুষ্ট করে, ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করে অনুগ্রহ করো...!!
আমরা সম্পদের মালিক নই, প্রতিনিধি
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। আল্লাহ পাক আমাদেরকে ধন-সম্পদ দান করুক, এখন আমাদের উচিত আমরা যেনো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে তাঁর সম্পদের হক আদায় করি। এই কথাটি সব সময় মনে রাখবেন যে, আমরা সম্পদের মালিক নই বরং প্রতিনিধি। হুযুরে গাউসে আযম رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ বলেন: اَنْتُمْ وُکَلَاءُ عَلٰی ہٰذِہِ الْاَمْوَال তোমরা এই সম্পদের ওকিল বা প্রতিনিধি। (জালায়ুল খাতির, ১১১ পৃ:)
سُبْحَانَ الله ! বোঝা গেলো; এই সম্পদ আমাদের নয়, আল্লাহ পাকের, আমরা তো শুধুমাত্র ওকিল বা প্রতিনিধি, অর্থাৎ আমাদেরকে এই সম্পদ দান করা হয়েছে আর আমরা এই সম্পদ শুধুমাত্র সেখানেই খরচ করতে পারবো, যেখানে খরচ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিবেন ê নির্দেশ হলো: যাকাত আদায় করো! আমরা যাকাত আদায় করবো ê হুকুম