Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

তা কায়লুলা করার দ্বারা দূরীভূত হয়ে যাবে (বাহারে শরীয়ত, ১৬তম অংশ, /৭৯)
* দিনের শুরুতে ঘুমানো বা মাগরিব ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরুহ (ফাতাওয়ায়ে হিন্দিয়া, /৩৭৬) * ঘুমানোতে মুস্তাহাব হলো, পবিত্রতার সাথে ঘুমানো এবং * কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাতকে চেহারার (তথা গালের) নিচে রেখে কিবলামুখি হয়ে ঘুমানো এরপর বাম পার্শ্বে (প্রাগুক্ত)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

ঘোষণা

          শয়ন জাগরনের অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই হালকায় অংশগ্রহন করবেন

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

() বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

        বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)