Book Name:Qaroon Ko Naseehat
মাধ্যমে জান্নাত অর্জন করার তাওফিক দান করুন। اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ হলো:
সাপ্তাহিক ইজতিমা
প্রিয় ইসলামী ভাইয়েরা! উত্তম নামাযী হতে, গুনাহ থেকে বেঁচে থাকতে ও নেকীর স্পৃহা পাওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়ার অভ্যাস গড়ে নিন! اِنْ شَآءَاللہ দুনিয়া ও আখিরাতে অসংখ্য বরকত নসিব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক ইজতিমা ì প্রত্যেক বৃহস্পতিবার রাতে ইশার নামাযের পর অমুক স্থানে (উদাহারণ স্বরুপ ফয়যানে মদীনায়) দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে, এতে তিলাওয়াত, নাত, সুন্নাতে ভরা বয়ান, যিকির ও হৃদয়গ্রাহী দোয়া করা হয়ে থাকে ì আপনাদের প্রতি অনুরোধ ì আপনারাও সাপ্তাহিক ইজতিমায় নিয়মিতভাবে অংশগ্রহন করুন! ì দ্বীনি ইজতিমায় বসার ও যিকিরকারীদের কেমন শান হবে! হাদিসে পাক অনুযায়ী; যে ব্যক্তি তাদের পাশে বসে যাবে, সেও বঞ্চিত থাকে না (মুসলিম, কিতাবুয যিকির ওয়াদ দোয়া, ১০৩৭, হাদিস: ২৬৮৯) ì اَلْحَمْدُ لِلّٰه সাপ্তাহিক ইজতিমায় যিকির হয়ে থাকে ì ইলমে দ্বীন শিখার সুযোগ হয় ì নেককারদের সাহচর্যে বসার ও ì মসজিদে সময় কাটানোর সুযোগ হয় ì আরও একটি গুরুত্বপূর্ণ বরকত হলো; দ্বীনি