Book Name:Qaroon Ko Naseehat
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট,
(৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
শয়ন ও জাগরনের অবশিষ্ট সুন্নাত ও আদব
*
ঘুমানোর সময় কবরে ঘুমানোর কথা স্মরণ করুন যে, সেখানে একাকী থাকতে হবে, নিজের আমল ব্যতীত সাথে কিছুই থাকবেনা
* ঘুমানোর সময় আল্লাহ পাকের স্মরণে লিপ্ত থাকুন, তাহলিল ও তাসবীহ এবং তাহমীদ পড়ুন (অর্থাৎ لَا
اِلٰهَ اِلَّا الله । سُبْحَانَ الله ও اَلْحَمْدُ لِلّٰه এর অযিফা পাঠ করতে থাকুন) ঘুম আসা
পর্যন্ত, যেই অবস্থায় মানুষ ঘুমায় সেই অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন সেই অবস্থায় উঠবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৭৬) * জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠকরুন:
اَلْحَمْدُ
لِلّٰہِ الَّذِیْۤ اَحْیَانَا بَعْدَ مَآ اَمَا تَنَا وَاِلَیْہِ النُّشُوْرُ (বুখারি, ৪/১৯৬, হাদিস: ৬৩২) অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে মারার পর জীবিত করেছেন এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। * এই সময় এই দৃঢ় সংকল্প করুন যে, পরহেযগারী ও তাকওয়া অবলম্বন করবো, কাউকে কষ্ট দিবো না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৭৬) * যখন কিশোর ও কিশোরীর বয়স ১০ বছর হয়ে যাবে তখন তাদের আলাদা আলাদা বিছানায় ঘুমানো উচিত বরং এই বয়সী কিশোর এতো বড় যে, (নিজের সমবয়সী) ছেলে অথবা (নিজের বয়সের চেয়ে বড়) ছেলেদের সাথেও ঘুমাবে না। (দুররে মুখতার, রদ্দুল মুখতার, ৯/৬২৯) * স্বামী-স্ত্রী যখন একই বিছানায় ঘুমাবে তখন দশ বছরের বাচ্চাকে সাথে রাখবে না, ছেলে যখন কামভাবের কাছাকাছি বয়সে উপনীত